মাইশোরার ওই এলাকায় এস সি, এস টি সম্প্রদায়ের মানুষজনদের বসবাস। কিন্তু ওই এলাকার উন্নয়ন বলে কিছুই নেই রাস্তাঘাট যেন মরণ ফাঁদে পরিণত। ওই এলাকার সাধারণ মানুষজনদের কাছ থেকে জানা যায় যাতায়াতের একটাই মাত্র রাস্তা। কিন্তু সেই রাস্তার অবস্থা অতিক করুন। জায়গায় জায়গায় বড় বড় গর্ত। সামান্য বর্ষা হলেই কর্দমাক্ত হয় ওই রাস্তা তখন চলাফেরা দায় হয়ে ওঠে। সামনেই বর্ষাকাল ফলে রাস্তা নিয়ে চিন্তায় গ্রামবাসীরা। এর আগেও পাঁশকুড়া ব্লকের বিভিন্ন এলাকায় রাস্তা নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিয়েছে।
advertisement
আরও পড়ুন:
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে রাস্তা নিয়ে খুব বিক্ষোভ গ্রামবাসীদের মধ্যে। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের পাশাপাশি অন্যান্য প্রকল্পে নতুন কংক্রিটের রাস্তা হচ্ছে। কিন্তু তার পরেও ব্লকে ব্লকে বিভিন্ন এলাকার রাস্তাঘাটের সমস্যা, মাথা চওড়া দিয়ে উঠেছে। আর বর্ষাকাল যত এগিয়ে আসছে গ্রামবাসীদের মধ্যে খুব ক্ষোভ বাড়ছে এলাকার রাস্তাঘাট নিয়ে। সম্প্রতি রাস্তা মেরামতির দাবিতে মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তার গর্তে মাছ ছেড়ে প্রতিবাদ জানায় বাম যুবারা। কিছুদিন আগে পাঁশকুড়ার হাউর এলাকায় একটি রাস্তার দাবীতে রাস্তা কেটে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষজন। সেই পাঁশকুড়াতে দীর্ঘ কুড়ি বছর ধরে রাস্তায় নিয়ে যন্ত্রণায় সাধারণ গ্রামবাসী।
Saikat Shee