আরও পড়ুন: উলু ঘাসের ঝাড়ু তৈরি করে আজও সংসার চলে এই গ্রামের বাসিন্দাদের
২০২১ সালের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক হিসেবে দায়িত্ব পান ডব্লিউবিসিএস অফিসার পূর্ণেন্দু কুমার মাজি। জেলাশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সরকারের বিভিন্ন প্রকল্প সাফল্য রূপায়নে জোর দেন। এর পাশাপাশি ইয়াস পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিঘাকে নতুনভাবে সাজিয়ে তোলা থেকে সেখানকার পর্যটন ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেন। জেলাশাসক হিসাবে তাঁর বদলির নির্দেশ এসেছে এদিন। পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলাশাসক হিসেবে এবারেও এক ডব্লিউবিসিএস অফিসারের উপর ভরসা রাখছে নবান্ন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলার দায়িত্ব পেতে চলেছেন তানভির আফজাল। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের স্পেশাল সেক্রেটারি হিসাবে কর্মরত। এদিকে বর্তমান জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজিকে জেলাশাসক করে পাঠানো হচ্ছে পূর্ব বর্ধমানে।
advertisement
এদিকে জেলার বর্তমান এসপি আইপিএস অফিসার অমরনাথ কে-এর ও বদলির নির্দেশ এসেছে। এদিন রাজ্য স্বরাষ্ট্র দফতর থেকে বিভিন্ন জেলার পুলিশ সুপারদের বদলির নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশিকায় পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান পুলিশ সুপারকে কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি করে পাঠানো হচ্ছে। পরিবর্তে পূর্ব মেদিনীপুরের নতুন এসপি হচ্ছেন আসছেন আইপিএস সৌম্যদীপ ভট্টাচার্য। তিনি বর্তমানে অ্যাডিশনাল পুলিশ সুপার (হেডকোয়ার্টার) গ্রামীণ হুগলি জেলায় কর্মরত।
সৈকত শী