আরও পড়ুন: একতারা, দোতারা ছেড়ে দর্শক ধরতে সিন্থেসাইজার বাজছে বাউল গানে! মন খারাপ পুরনো শিল্পীদের
বর্তমান সময়ে পূর্ব মেদিনীপুর জেলায় বাড়ছে নাবালিকা বিবাহ। তাই হোমের আবাসিক প্রতিবন্ধীদের রাখীতে নাবালিকা বিবাহ বন্ধ করার বার্তা তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ, পরিবেশ রক্ষায় জলসংরক্ষণের মতো বিষয়গুলিকেও রাখিতে ফুটিয়ে তুলেছেন এই প্রতিবন্ধী আবাসিকরা। আসন্ন শারদীয়ার আগাম শুভেচ্ছাও থাকছে কোনও কোনও রাখিতে।
advertisement
তমলুকের এই হোমের আবাসিকদের কেউ বিশেষভাবে সক্ষম, আবার কেউ দৃষ্টিহীন। কারোর দৈহিক বিকাশ স্বাভাবিকভাবে ঘটেনি। আবার এমনও আছেন যাঁর দুটো হাতের একটাও নেই। নিজের পা -কে সম্বল করে মনের জোরে তিনিও রাখি তৈরি করছেন।
এই হোমে গিয়ে দেখা গেল এখানকার আবাসিকরা এই মুহূর্তে প্রচন্ড ব্যস্ত। তাঁরা রং, তুলি, পাট, লেশ, দড়ি দিয়ে সুন্দর সুন্দর রাখি তৈরি করছেন। তাঁদের তৈরি রাখি সকলের হাতে হাতে ঘুরবে ভেবে দারুণ খুশি বিশেষভাবে সক্ষম এই শিল্পীরা। এখনও পর্যন্ত এখানে কয়েক হাজার রাখি তৈরি হয়েছে।
সৈকত শী