TRENDING:

Digha Death: উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে ফের বিপত্তি ! উদ্ধার হল পর্যটকের মৃতদেহ

Last Updated:

উত্তাল সমুদ্রে নেমে প্রাণ গেল পর্যটকের, আশঙ্কাজনক আরও একজন। উদ্ধার হল মৃত পর্যটকের দেহ। চাঞ্চল্য ওল্ড দিঘায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: দিঘায় বেড়াতে এসে ফের কলেজ ছাত্রের সমুদ্রে ডুবে মৃত্যু। আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় দিঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহরে। একদিকে সৃষ্ট হওয়া ঘূর্ণবর্ত, অন্যদিকে অমাবস্যার জোয়ারের উত্তাল দিঘার সমুদ্র। জলোচ্ছ্বাসের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে সৈকত সরণীতে। উত্তাল সমুদ্রে পর্যটকদের নামতে সতর্ক করছেন পুলিশ প্রশাসন ও নুলিয়ারা। কিন্তু তার ফাঁকেই ঘটে গেল বিপত্তি। উত্তাল সমুদ্রে নেমে প্রাণ হারাল কলেজ পড়ুয়া পর্যটক।
advertisement

জানা যায়, হুগলির তারকেশ্বর থেকে একটি বাস রিজার্ভ করে একটি পর্যটকের দল দিঘায় আসে। তারা ওল্ড দিঘা একটি হোটেলে ওঠেন। দুই বন্ধু অরিন্দম দে এবং তারকেশ্বর বিশ্বাস নামে ওই কলেজ ছাত্র তারা ওল্ড দিঘা ব্লুভির ঘাটে স্নান করতে নামে। অমাবস্যার কোটাল থাকায় দু’জনেই তলিয়ে যায়। স্থানীয় নুলিয়া এবং পুলিশ প্রশাসন তারকেশ্বরকে উদ্ধার করে দিঘা হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে অরিন্দম তলিয়ে যায়। এদিন ওল্ড দিঘার হাসপাতাল ঘাটে অরিন্দমের দেহ ভেসে ওঠে।

advertisement

আরও পড়ুন– ২৫ জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবেন বুধ, এই ৩ রাশির ভাগ্য হতে চলেছে উজ্জ্বল!

দিঘা পুলিশ মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অরিন্দমের পরিবারের লোকজন দিঘা এসে পৌঁছেছেন। অরিন্দমের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার আত্মীয়রা। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসারত তারকেশ্বর আপাতত সুস্থ। তবে বৃষ্টির মরশুম শুরু হওয়ায় কার্যত উত্তাল থাকছে সমুদ্র। বর্ষার এই সমুদ্রের ভয়ঙ্কর সৌন্দর্য পর্যটকদের আরও আকর্ষণ করছে। ফলে বর্ষায় পর্যটকদের সংখ্যাও দিন দিন বাড়ছে দিঘায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha Death: উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে ফের বিপত্তি ! উদ্ধার হল পর্যটকের মৃতদেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল