জানা যায়, হুগলির তারকেশ্বর থেকে একটি বাস রিজার্ভ করে একটি পর্যটকের দল দিঘায় আসে। তারা ওল্ড দিঘা একটি হোটেলে ওঠেন। দুই বন্ধু অরিন্দম দে এবং তারকেশ্বর বিশ্বাস নামে ওই কলেজ ছাত্র তারা ওল্ড দিঘা ব্লুভির ঘাটে স্নান করতে নামে। অমাবস্যার কোটাল থাকায় দু’জনেই তলিয়ে যায়। স্থানীয় নুলিয়া এবং পুলিশ প্রশাসন তারকেশ্বরকে উদ্ধার করে দিঘা হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে অরিন্দম তলিয়ে যায়। এদিন ওল্ড দিঘার হাসপাতাল ঘাটে অরিন্দমের দেহ ভেসে ওঠে।
advertisement
আরও পড়ুন– ২৫ জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবেন বুধ, এই ৩ রাশির ভাগ্য হতে চলেছে উজ্জ্বল!
দিঘা পুলিশ মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অরিন্দমের পরিবারের লোকজন দিঘা এসে পৌঁছেছেন। অরিন্দমের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার আত্মীয়রা। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসারত তারকেশ্বর আপাতত সুস্থ। তবে বৃষ্টির মরশুম শুরু হওয়ায় কার্যত উত্তাল থাকছে সমুদ্র। বর্ষার এই সমুদ্রের ভয়ঙ্কর সৌন্দর্য পর্যটকদের আরও আকর্ষণ করছে। ফলে বর্ষায় পর্যটকদের সংখ্যাও দিন দিন বাড়ছে দিঘায় ৷
Saikat Shee