রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। শনিবার সকাল থেকেই নরমে গরমে ভোট হচ্ছে এখানকার বিভিন্ন এলাকায়। কিন্তু দুপুরের পর হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে শহিদ মাতঙ্গিনী ব্লকের একাংশ। বিরোধীদের অভিযোগ, এখানকার বল্লুক-১ গ্রাম পঞ্চায়েতের জানুবসানে ৯৩ ও ৯৫ নম্বর বুথে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। কিন্তু দুপুরের পরই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের নেতারা বহিরাগত দুষ্কৃতীদের এনে ওই দুটি বুথ কব্জা করে বলে বিরোধীদের দাবি। শুরু হয় দেদার ছাপ্পা মারা। বিজেপি, আরএসপি, এসউইসিআই নেতাকর্মীরা মিলে ছাপ্পা আটকানোর চেষ্টা করেন। কিন্তু সেই সময় তাদের মারধর করে ভোটকেন্দ্র থেকে দুষ্কৃতীরা বার করে দেয় বলে বিরোধীদের দাবি। এমনকি অনেকের মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
advertisement
আরও পড়ুন: বহিরাগতদের রুখে তাদের বাইক পুড়িয়ে দিল গ্রামের মানুষ
এরপরই জেলা পরিষদের প্রার্থী বামদেব গুছাইতের নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি, আরএসপি, এসইউসিআই নেতাকর্মীরা। বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগে তিন বিরোধী দল একযোগে প্রতিবাদ জানাতে থাকে। তাদের দাবি, ওই দুটি বুথে পুনর্নির্বাচন করাতে হবে। পাশাপাশি যতক্ষণ না তমলুক থানার আইসি ও শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও ঘটনাস্থলে এসে পুনর্নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন ততক্ষণ অবরোধ চলবে বলে তাঁরা জানান। খবর পেয়ে পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করে। সেই সময় উত্তেজিত বিরোধীদলের কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হয় পুলিশ।
সৈকত শী