TRENDING:

Kolaghat Station viral video: ঝড়ের তাণ্ডবে আগুন-বিস্ফোরণ, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের! দেখুন কোলাঘাট স্টেশনের ভয়ঙ্কর ছবি

Last Updated:

সোমবার বিকেল থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও দুর্যোগ শুরু হয়৷ প্রবল গতিতে ঝড় শুরু হওয়ার ফলে কোলাঘাট স্টেশনে বিদ্যুতের তারের উপরে গাছের ডাল ছিঁড়ে পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোলাঘাট: সামান্য কয়েক মিনিটের ঝড়৷ আর তাতেই লন্ডভন্ড জনজীবন৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে গাছ পড়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের৷ ব্যাহত হয়েছে ট্রেন, যান চলাচল৷ সোমবার বিকেলের সেই ঝড়ের সময়ই এক ভয়ঙ্কর ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশনে৷
বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে ওঠে কোলাঘাট স্টেশন।
বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে ওঠে কোলাঘাট স্টেশন।
advertisement

সোমবার বিকেল থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও দুর্যোগ শুরু হয়৷ প্রবল গতিতে ঝড় শুরু হওয়ার ফলে কোলাঘাট স্টেশনে বিদ্যুতের তারের উপরে গাছের ডাল ছিঁড়ে পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ সেই সময় কোলাঘাট স্টেশনেই দাঁড়িয়ে ছিল একটি লোকাল ট্রেন৷ ঝড়বৃষ্টি থেকে বাঁচতে ট্রেনের ভিতরেই বসেছিলেন যাত্রীরা৷

আরও পড়ুন: কালবৈশাখীর প্রবল তাণ্ডবে আতঙ্কে কাঁপছিলেন অসুস্থ বৃদ্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করলেন

advertisement

আচমকাই বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে আগুন ধরে যায়৷ ছিটকে আসে আগুনের হলকা৷ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ৷ আতঙ্কে ট্রেন থেকে হুড়মুড়িয়ে নামতে শুরু করেন যাত্রীরা৷ প্রাণভয়ে চিৎকার করতে থাকেন অনেকে৷ এক যাত্রীর তোলা এই ভিডিও-ই ভাইরাল হয়ে গিয়েছে৷

সোমবার বিকেলের এই প্রবল ঝড়ে হাওড়া, শিয়ালদহের বিভিন্ন শাখায় বিদ্যুতের তার ছিঁড়ে অথবা তারের উপরে গাছের ডাল পড়ে গিয়ে রেল চলাচল ব্যাহত হয়েছে৷ পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনের কাছেও বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে লোকাল এবং দূরপাল্লার ট্রেন আটকে পড়ে৷

advertisement

ট্রেনের ভিতরেই দীর্ঘক্ষণ আটকে থাকেন যাত্রীরা৷ হাওড়া ব্যান্ডেল, শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক জায়গাতেও একই কারণে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল৷ কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে মৃ্ত্যু হয়েছে কয়েকজনের৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

হাওড়ার উলুবেড়িয়ায় গাছ এবং বাড়ির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারান দু জন৷ উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে ঝড়ের সময় গাছে ভেঙে পড়ে এক যুবক এবং যুবতীর মৃত্যু হয়৷ ব্যারাকপুরেই বাড়ির উপরে নারকেল গাছ পড়ে এক মহিলার মৃত্যু হয়৷ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Kolaghat Station viral video: ঝড়ের তাণ্ডবে আগুন-বিস্ফোরণ, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের! দেখুন কোলাঘাট স্টেশনের ভয়ঙ্কর ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল