সোমবার বিকেল থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও দুর্যোগ শুরু হয়৷ প্রবল গতিতে ঝড় শুরু হওয়ার ফলে কোলাঘাট স্টেশনে বিদ্যুতের তারের উপরে গাছের ডাল ছিঁড়ে পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ সেই সময় কোলাঘাট স্টেশনেই দাঁড়িয়ে ছিল একটি লোকাল ট্রেন৷ ঝড়বৃষ্টি থেকে বাঁচতে ট্রেনের ভিতরেই বসেছিলেন যাত্রীরা৷
আরও পড়ুন: কালবৈশাখীর প্রবল তাণ্ডবে আতঙ্কে কাঁপছিলেন অসুস্থ বৃদ্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করলেন
advertisement
আচমকাই বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে আগুন ধরে যায়৷ ছিটকে আসে আগুনের হলকা৷ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ৷ আতঙ্কে ট্রেন থেকে হুড়মুড়িয়ে নামতে শুরু করেন যাত্রীরা৷ প্রাণভয়ে চিৎকার করতে থাকেন অনেকে৷ এক যাত্রীর তোলা এই ভিডিও-ই ভাইরাল হয়ে গিয়েছে৷
সোমবার বিকেলের এই প্রবল ঝড়ে হাওড়া, শিয়ালদহের বিভিন্ন শাখায় বিদ্যুতের তার ছিঁড়ে অথবা তারের উপরে গাছের ডাল পড়ে গিয়ে রেল চলাচল ব্যাহত হয়েছে৷ পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনের কাছেও বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে লোকাল এবং দূরপাল্লার ট্রেন আটকে পড়ে৷
ট্রেনের ভিতরেই দীর্ঘক্ষণ আটকে থাকেন যাত্রীরা৷ হাওড়া ব্যান্ডেল, শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক জায়গাতেও একই কারণে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল৷ কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে মৃ্ত্যু হয়েছে কয়েকজনের৷
হাওড়ার উলুবেড়িয়ায় গাছ এবং বাড়ির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারান দু জন৷ উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে ঝড়ের সময় গাছে ভেঙে পড়ে এক যুবক এবং যুবতীর মৃত্যু হয়৷ ব্যারাকপুরেই বাড়ির উপরে নারকেল গাছ পড়ে এক মহিলার মৃত্যু হয়৷ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷
