TRENDING:

Success Story: ৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার 'এই' গৃহবধূর! তাঁর সাফল্যে অনুপ্রাণিত বহু! চিনুন তাঁকে

Last Updated:
New Business Idea: মাত্র ৭০০ টাকায় শুরু, আজ বাড়িতে বসেই মাসে ১৫ হাজার টাকা রোজগার করছেন এই গৃহবধূ! ইচ্ছে থাকলে আপনিও পারবেন।
advertisement
1/6
৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার 'এই' গৃহবধূর! তাঁর সাফল্যে অনুপ্রাণিত বহু
*মাত্র ৭০০ টাকা দিয়ে শুরু করেছিলেন। আজ মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা রোজগার করছেন এই গৃহবধূ। শুধু যে নিজেই রোজগার করছেন এমনটা নয়, এলাকার বহু গৃহবধূ ও তরুণী এই কাজ শিখিয়ে রোজগারের পথ দেখাচ্ছেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার এগরার গৃহবধূ স্মিতা ভট্টাচার্য প্রধান। প্রথমে শিক্ষকতা দিয়ে নিজের জীবন শুরু করেছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে বন্দি হয়ে থাকতে হয়েছিল। সক্রিয় জীবন থেকে হঠাৎ গৃহবন্দি হওয়া তাঁর জন্য সহজ ছিল না।
advertisement
2/6
*সেই সময়ই তাঁর মনে হয়, বাড়ির মধ্যে বসেও কিছু করা যায় কি? তখনই জন্ম নেয় তাঁর নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন, বাড়িতেই বসে তিনি নিজেই কিছু তৈরি করবেন এবং নিজের পায়ে দাঁড়াবেন। মাথায় আসে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করার কথা।
advertisement
3/6
*কিন্তু তৈরি করবেন কীভাবে? ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল থেকে প্রাথমিক আইডিয়া নেন। একেতো নিজের অসুস্থতার কারণে অনেকটাই খরচ হয়ে গেছে, হাতে বেশি পুঞ্জি নেই, মাত্র ৭০০ টাকা দিয়ে স্বামীকে পাঠিয়ে বাজার থেকে কিছু কাঁচামাল নিয়ে আসেন। সেই সামান্য উপকরণ দিয়ে তিনি প্রথম কিছু জুয়েলারি তৈরি করেন। এরপর সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। পাশাপাশি স্থানীয় দোকানগুলিতেও দিয়ে আসেন, যাতে কাস্টমাররা সরাসরি দোকান থেকে কিনতে পারে। কিছুদিনের মধ্যেই অনেক অর্ডার আসতে শুরু করে।
advertisement
4/6
*ক্রেতারা ধীরে ধীরে তাঁর তৈরি জুয়েলারির প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। মেয়েদের প্রথম পছন্দের তালিকায় উঠে আসে এই গৃহবধুর হাতের তৈরি জুয়েলারি। তাঁর তৈরি জুয়েলারির মধ্যে রয়েছে হাতের চুড়ি, গলার হার, কানের দুল, সবই নিত্যনতুন এবং সুন্দর ডিজাইনের। এখন তাঁর তৈরি সমস্ত জুয়েলারি বিক্রি হচ্ছে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম এবং দোকানগুলোতে।
advertisement
5/6
*ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর কাছে অর্ডার আসছে। যেখানে তিনি মাত্র ৭০০ টাকা দিয়ে শুরু করেছিলেন, আজ সেই উদ্যোগ থেকে তিনি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা রোজগার করছেন।
advertisement
6/6
*শুধু নিজেই যে রোজগার করছেন, এমন নয়, এলাকার বহু তরুণী ও গৃহবধূ আজ তার দেখানো পথে স্বনির্ভর। স্মিতা ভট্টাচার্য তাদের হাতে ধরে শিখিয়েছেন কীভাবে জুয়েলারি তৈরি করতে হয়, কাঁচামাল কোথা থেকে সংগ্রহ করতে হয়। তাঁর প্রেরণায় অনেকে নিজের কাজ শুরু করে সফলভাবে রোজগার করছেন। এই গৃহবধুর সাফল্য প্রমাণ করে ইচ্ছে থাকলে যে কোন কাজই সম্ভব। শুধু প্রয়োজন ধৈর্য আর পরিশ্রম।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Success Story: ৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার 'এই' গৃহবধূর! তাঁর সাফল্যে অনুপ্রাণিত বহু! চিনুন তাঁকে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল