TRENDING:

East Medinipur News: টানা বৃষ্টিতে পান চাষের বিপুল ক্ষতি

Last Updated:

টানা বৃষ্টিতে জলের তলায় সমস্ত পানের বরজ, পুজোর আগে ক্ষতির মুখে চাষিরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: অবিশ্রান্ত বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লক। তবে নিম্নচাপ আরও ঘনীভূত হওয়ায় চিন্তা বেড়েছে। জেলাজুড়ে সর্তকতা জারি করেছে প্রশাসন। এদিকে পূর্ব মেদিনীপুর কৃষি প্রধান জেলা। ধান চাষের পাশাপাশি প্রধান অর্থকরী ফসল পান। কোলাঘাট ও পাঁশকুড়া বাদ দিয়ে জেলার প্রতিটি ব্লকের বহু চাষি পান চাষের সঙ্গে যুক্ত। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পানের বরজগুলো। ফলে নষ্ট হয়ে যাচ্ছে পান। তাতে মাথায় হাত পড়ার জোগাড় জেলার হাজার হাজার কৃষকের।
advertisement

আরও পড়ুন: গ্রামের থেকেও খারাপ অবস্থা! সব কাজ ফেলে এই পুরসভার কর্মীরা এখন জল দূর করতে ব্যস্ত

পূর্ব মেদিনীপুর জেলার ২৩ টি ব্লকে প্রায় ৬ হাজার ২৫১ হেক্টর জমিতে পান চাষ হয়। কিন্তু গত কয়েকদিনের প্রবল বর্ষণ কারণে প্রতিটি পানের বরজে জল দাঁড়িয়ে গিয়েছে। পান গাছের গোড়ায় জল জমলে সমস্ত পান নষ্ট হয়ে যায়। ফলে জেলার বেশিরভাগ পান নষ্ট হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন চাষিরা। পুজোর মুখে এই বিপুল পরিমাণ ক্ষতির ধাক্কায় রীতিমতো কাতর কৃষকরা। কেউ লোন নিয়ে, কেউবা জমানো টাকা খরচ করে পানের বরজ বানিয়েছিলেন। তাতে তরতাজা সবুজ সতেজ পানপাতাও বের হয়েছিল। কিন্তু টানা অবিশ্রান্ত বৃষ্টি তছনছ করে দিয়েছে জেলার পান উৎপাদনকে।

advertisement

View More

কী খাবেন, কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না পান চাষিরা! এই জেলায় কালিবাংলা পানের বাজার দর বেশ চড়া। কিন্তু টানা বৃষ্টিতে সেই বহুমূল্য পান‌ও নষ্ট হয়ে গিয়েছে। সব মিলিয়ে সারা বছর কী করে সংসার চালাবেন এবং কী করে মহাজনের টাকা শোধ করবেন তা ভেবে পাচ্ছেন না পান চাষিরা। তাঁরা ভাবতে পারেননি শরৎকালে এমন বৃষ্টি হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: টানা বৃষ্টিতে পান চাষের বিপুল ক্ষতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল