আরও পড়ুন: গ্রামের থেকেও খারাপ অবস্থা! সব কাজ ফেলে এই পুরসভার কর্মীরা এখন জল দূর করতে ব্যস্ত
পূর্ব মেদিনীপুর জেলার ২৩ টি ব্লকে প্রায় ৬ হাজার ২৫১ হেক্টর জমিতে পান চাষ হয়। কিন্তু গত কয়েকদিনের প্রবল বর্ষণ কারণে প্রতিটি পানের বরজে জল দাঁড়িয়ে গিয়েছে। পান গাছের গোড়ায় জল জমলে সমস্ত পান নষ্ট হয়ে যায়। ফলে জেলার বেশিরভাগ পান নষ্ট হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন চাষিরা। পুজোর মুখে এই বিপুল পরিমাণ ক্ষতির ধাক্কায় রীতিমতো কাতর কৃষকরা। কেউ লোন নিয়ে, কেউবা জমানো টাকা খরচ করে পানের বরজ বানিয়েছিলেন। তাতে তরতাজা সবুজ সতেজ পানপাতাও বের হয়েছিল। কিন্তু টানা অবিশ্রান্ত বৃষ্টি তছনছ করে দিয়েছে জেলার পান উৎপাদনকে।
advertisement
কী খাবেন, কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না পান চাষিরা! এই জেলায় কালিবাংলা পানের বাজার দর বেশ চড়া। কিন্তু টানা বৃষ্টিতে সেই বহুমূল্য পানও নষ্ট হয়ে গিয়েছে। সব মিলিয়ে সারা বছর কী করে সংসার চালাবেন এবং কী করে মহাজনের টাকা শোধ করবেন তা ভেবে পাচ্ছেন না পান চাষিরা। তাঁরা ভাবতে পারেননি শরৎকালে এমন বৃষ্টি হবে।
সৈকত শী