এই প্রতিবন্ধী বৃদ্ধ কান্না ভেজা চোখে এক হাতে ছোট ছেলে শঙ্কর শ্যামলের ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। শঙ্কর মন্দারমনিতে ম্যাসাজের কাজ করত। কিন্তু গত সপ্তাহ থেকে সে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল মানবাধিকার সংগঠন
রামনগর থানায় ও মান্দারমনি থানায় শঙ্কর শ্যামলের নিখোঁজের বিষয়ে ডায়েরি করেছেন পরিবারের সদস্যরা। কিন্তু বড় ছেলের পর ছোট ছেলেও নিখোঁজ হয়ে যাওয়ায় হতাশ বৃদ্ধ পিতা পুলিশের ভরসায় না থেকেই নিজেই ক্র্যাচ নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। এদিকে ৬ বছরের ব্যবধানে দুই ভাই'ই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় হতবাক হয়ে গিয়েছেন অনেকেই।
advertisement
এদিকে নিখোঁজ শঙ্করের স্ত্রী ও ছোট সন্তান আছে। দাঁড়াও এই ঘটনায় ভেঙে পড়েছে। এই অবস্থায় বৃদ্ধ নন্দকুমার শ্যামলের অবস্থা দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারছেন না। সকলের মনেই প্রশ্ন, একটা মানুষ একই জীবনে আর কত আঘাত সহ্য করবে!
সৈকত শী