আরও পড়ুন: শান্তিপুরের বিষ মুক্ত ফসল উৎপাদন ঘুরে দেখল জাপান-বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা
গত মাসে এই প্রতারণার ঘটনা জানাজানি হওয়ার পর প্রতারিতরা পূর্বস্থলী থানায় ১৯ জনের নামে এফআইআর করেছিলেন। তদন্তে নেমে পূর্বস্থলী থানার পুলিশ মগরাহাট থেকে অন্যতম অভিযুক্ত সুকান্ত নস্করকে গ্রেফতার করে।
advertisement
প্রচারিতদের থেকে জানা গিয়েছে, তামাঘাটা এলাকার বাসিন্দা পেশায় গরুর ডাক্তার সুদীপ্ত সেন সাত দিনে টাকা ডবল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার গরিব মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা ওই অ্যাপের মাধ্যমে তোলে করে। প্রথমদিকে কিছু টাকা ফেরত দিলেও পরবর্তীতে প্রায় দেড়শো কোটি টাকা বাজার থেকে তুলে নিয়ে ওই গরুর ডাক্তার সহ টি অ্যান্ড জি গ্লোবাল সার্ভিস অ্যাপের সকলে গা ঢাকা দেয়। সেই ঘটনায় এই প্রথম একজন গ্রেফতার হল।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 4:33 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: গরুর ডাক্তারের অ্যাপে টাকা রেখে প্রতারণা কাণ্ডে গ্রেফতার ১