TRENDING:

East Bardhaman News: ১৫০ কোটির অ্যাপ জালিয়াতি কাণ্ডে গ্রেফতার মূল চক্রী 'গরুর ডাক্তার'!

Last Updated:

অ্যাপে টাকা বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে পূর্ব বর্ধমানে প্রতারিত হন বহু গরিব মানুষ। সেই ঘটনায় পুলিশ এবার মূল অভিযুক্ত সন্দীপ সেনকে গ্রেফতার করেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: একটি অনলাইন অ্যাপে অর্থ বিনিয়োগ করে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হয়েছিলেন পূর্বস্থলী, তামাঘাটা , লক্ষ্মীপুর সহ সংলগ্ন এলাকার বহু মানুষ। সেই ঘটনা আমরা আপনাদের সামনে আগেই তুলে ধরেছিলাম। স্থানীয় সূত্রে জানা গেছিল টাকা জমা দিতে হচ্ছিলো একটি অ্যাপে । দু-একবার মুনাফার টাকা রিটার্ন দেওয়া হয়েছে ওই অ্যাপ থেকে। তা দেখে সাধারণ মানুষ আরো উৎসাহিত হয়ে টাকা রাখা শুরু করে। কিন্তু সপ্তাহ খানেক পরেই সব শেষ। যে অ্যাপে টাকা রাখা হচ্ছিল সেই অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলায় সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হয় পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অধিকাংশ বাসিন্দা। অনেক বাড়িতে কান্নার রোল শুরু হয় ।এলাকাবাসীরা অভিযোগ করেন ওই অ্যাপ সংস্থা দেড়শো কোটির বেশী টাকা হাতিয়ে নিয়েছে। সেই ঘটনায় মূল অভিযুক্ত ‘গরুর ডাক্তার’ সন্দীপ সেন অবশেষে গ্রেফতার হল।
advertisement

আরও পড়ুন: জানেন কি, স্বাধীন ভারতে এখনও আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাস্তা!

গত মাসে এই প্রতারণার ঘটনা জানাজানি হওয়ার পর প্রতারিতরা পূর্বস্থলী থানায় ১৯ জনের নামে এফআইআর করেছিলেন। তদন্তে নেমে পূর্বস্থলী থানার পুলিশ প্রথমে মগরাহাট থেকে অন্যতম অভিযুক্ত সুকান্ত নস্করকে গ্রেফতার করে। তার একদিন পরই গ্রেফতার করা হল এই প্রতারণা চক্রের মূল পাণ্ডা, পেশায় পশু চিকিৎসক সন্দীপ সেনকে।

advertisement

প্রতারিতদের থেকে জানা গিয়েছে, তামাঘাটা এলাকার বাসিন্দা পেশায় গরুর ডাক্তার সন্দীপ সেন সাত দিনে টাকা ডবল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার গরিব মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা ওই অ্যাপের মাধ্যমে তোলে করে। প্রথমদিকে কিছু টাকা ফেরত দিলেও পরবর্তীতে প্রায় দেড়শো কোটি টাকা বাজার থেকে তুলে নিয়ে ওই গরুর ডাক্তার সহ টি অ্যান্ড জি গ্লোবাল সার্ভিস অ্যাপের সকলে গা ঢাকা দেয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত সহ পরপর দু’জন গ্রেফতার হওয়ায় খোয়া যাওয়া টাকা ফেরতের আশা দেখছেন প্রতারিতরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

এদিকে গ্রেফতার হওয়ার পর চাঞ্চল্যকর দাবি করেছেন ধৃত সন্দীপ সেন। তিনি বলেন, ভারত সরকারের টেকনোলজি ডিপার্টমেন্ট তাঁদের এই অ্যাপ চালানোর অনুমতি দিয়েছিল। আরও জানিয়েছেন, পূর্বস্থলী-২ এর বিডিও অফিসের বেশ কয়েকজন অফিসার এই সংস্থার সঙ্গে যুক্ত। সরকারি আধিকারিকদের একাংশের এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে জেলায়।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ১৫০ কোটির অ্যাপ জালিয়াতি কাণ্ডে গ্রেফতার মূল চক্রী 'গরুর ডাক্তার'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল