West Bengal Panchayat Election 2023 Voting LIVE Updates : আর কিছু সময় পরেই শুরু ভোটগ্রহণ পর্ব, নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে?
এই নিয়ে এক ভোট কর্মী জানিয়েছেন, আমাদের বর্ধমান এক নম্বরে এখনও কারোর টাকা ঢোকেনি, আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে টাকা না ঢুকলে আমরা কেউ ভোট করতে যাব না । সব ব্লকে টাকা ঢুকেছে শুধু এই ব্লকেই এইরকম অন্যান্য ব্লকে দুদিন আগে থেকে টাকা ঢুকে গেছে । আবার শুনেছি, ট্রেনিং এর সময় অন্যান্য জায়গায় ২০০ টাকা করে এবং টিফিনের জন্য খরচা দিয়েছে এখানে, সেটাও দেয়নি। এখনও পর্যন্ত দু একজন ছাড়া সবাই সই করে বসে আছে কেউ কোন মালপত্র নেয়নি।
advertisement
আরও পড়ুন: বিরাট ঢেউ দিঘায়! কয়েকতলা বাড়ির সমান! যা হাল হল পর্যটকদের! দেখুন
যদিও এই বিষয়ে বর্ধমান এক নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য জানান প্রসেসিং চলছে ২-১ ঘণ্টার মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে বিডিও বললেও ভোট কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন যতক্ষণ না তাদের একাউন্টে টাকা ঢুকছে ততক্ষণ তারা ভোট গ্রহণ কেন্দ্রে অংশগ্রহণ করবেন না । তবে দেখা যায় কড়া নিরাপত্তার সাথে ব্যালট বক্স রাখা হয়েছে চারিদিকে জানালার ওপর ইটের দেয়ালের গাঁথনি করে এবং গেট বন্ধ করে নিরাপত্তার ব্যবস্থায় রাখা হয়ছে । পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আই কার্ড দেখে তাদের প্রবেশ করানো হচ্ছে যারা ভোটকেন্দ্রে অংশগ্রহণ করছেন তাদেরকে । যদিও কোন রকম এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান বর্ধমান এক নম্বর ব্লকের ভিডিও ,শান্তিপূর্ণভাবেই সকাল থেকেই ব্যালট বক্স প্রদানের কাজকর্ম চলছে।
Bonoarilal Chowdhury