TRENDING:

Sports News: ইংলিশ চ্যানেল জয়ী সায়নীর আত্মজীবনী

Last Updated:

পূর্ব বর্ধমানের কালনার গর্ব সায়নী দাস। ইংলিশ চ্যানেল জয়ী এই বাঙালি যুবতীর আত্মজীবনী প্রকাশিত হল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাস এবার লেখকের ভূমিকায়। তাঁর আত্মজীবনী ‘স্রোতের বিরুদ্ধে’ আনুষ্ঠানিক প্রকাশ হল বুধবার কালনা স্পোর্টস ভিলেজে।
advertisement

সায়নীর বাড়ি কালনা শহরের বারুইপাড়ায়। অল্প বয়সেই বাবার হাত ধরে সাঁতারে হাতেখড়ি। তার পর কঠিন অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন সায়নী। তাঁর সেই লড়াইয়ের গল্প থেকে ভবিষ্যৎ প্রজন্ম যাতে অনুপ্রেরণা পায় তাই এই উদ্যোগ।

আরও পড়ুন: বর্ষায় পলিহাউস পদ্ধতিতে চাষ হবে পাহাড়ে

সায়নী তাঁর লেখা বইয়ের মাধ্যমে মানুষের কাছে একটি বার্তা দিয়েছেন, ইচ্ছছ থাকলেই উপায় হয়। জীবনে বাধা বারবার আসবে, তবে লক্ষ্য যদি স্থির থাকে তাহলে যেকোনও বাধাকে অতিক্রম করা সম্ভব। লক্ষ্যতে পৌঁছাতে গেলে সাধনার প্রয়োজন। তার জন্য বারবার চেষ্টা করতে হবে। ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না, বরং সামনের পথে এগিয়ে যেতে হবে। এটাই বক্তব্য এই বাঙালির সাঁতারুর।

advertisement

মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে হয়েও কীভাবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তিনি সাঁতারু হয়ে উঠলেন সেটাই এই বইয়ে তুলে ধরেছেন সায়নী। তাঁর আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক তরুন দে, ঐক্য সম্মিলনী ক্লাবের প্রাক্তন ফুটবলার অরবিন্দ রায়। এছাড়াও হাজির ছিলেন সায়নীর সাঁতার প্রশিক্ষক তমাল দাস, কালনার ক্রীড়া সংগঠক সুশীল কুমার মিশ্র ও অন্যান্যরা।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Sports News: ইংলিশ চ্যানেল জয়ী সায়নীর আত্মজীবনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল