মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে ইতিমধ্যে আইটিআই কোর্স করেছেন সুজিত। আইটিআই পাস করা যুবক সুজিত দাঁ এখন তাঁর দুই পা দিয়ে ট্র্যাক্টর চালিয়ে নিজের অন্নের জোগাড় করছেন। তিনি আইটিআই পাশ কারার পর ডিভিসির চাকরির পরীক্ষায় বসে পাসও করেন। প্যানেলে তাঁর নামও আসে। তবে ২০১১ সালে রাজ্য রাজনীতিতে পালাবদলের ফলে সব ওলট পালট হয়ে যায়। এরপরই পরিচিতের কাছে শেখেন ট্রাক্টর চালানো। এ বিষয়ে সুজিত দাঁ জানান, "এর পর আর বসে না থেকে এক পরিচিত চালকের সাহায্য নিয়ে তিন দুই পা দিয়েই ট্র্যাক্টর চালানো শেখেন । ট্রাক্টর চালানো শিখে তিনি শুরু করেন উপার্জন। পাশাপাশি ধানের কাজও করেন তিনি। শুধু এই সবই নয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সারাদিনের যাবতীয় কাজই তিনি পা দিয়েই করেন।"
advertisement
আরও পড়ুন : শীতে নয়া ঠিকানা ভুটিয়া মার্কেট! অনলাইন নয়, শীতের কাপড় কিনতে ভিড় জমছে এখানেই
মারা গিয়েছেন বাবা-বিধবা মা ও বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে থাকেন সুজিত। তাই সংসারের হাল ধরেন সুজিত। তাই হাত না থাকলে, পা'কেই বেছে নিয়েছেন উপার্জনের জন্য। সুজিত বাবু বলেন, সবকিছু তিনি পা দিয়েই করেন।বাড়িতে থাকলে মা খাইয়ে দেন। বাইরে থাকলে চামচ পায়ের আঙুল দিয়ে ধরে নিজেই খাবার খান। সব মিলিয়ে নিজেকে নিয়ে গর্ববোধ করেন তিনি। কোথাও স্থায়ী চাকরি পেলে তাঁর উপকার হত বলেও জানান তিনি।
Malobika Biswas