TRENDING:

Purba Bardhaman News: অস্থায়ী চালকদের কর্মবিরতি, বন্ধ এসবিএসটিসি বাস পরিষেবা! বিপাকে যাত্রীরা

Last Updated:

বেতনবৃদ্ধি, স্থায়ীকরণ সহ মোট ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এসবিএসটিসি-র অস্থায়ী বাস চালকরা। শতাধিক ড্রাইভার কর্মবিরতি শুরু করেছেন রাজ্যজুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : বেতনবৃদ্ধি, স্থায়ীকরণ সহ মোট ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এসবিএসটিসি-র অস্থায়ী বাস চালকরা। শতাধিক ড্রাইভার কর্মবিরতি শুরু করেছেন রাজ্যজুড়ে। বর্ধমান এসবিএসটিসি-র ডিপোয় চালক ছাড়াও আন্দোলনে যোগ দিয়েছেন টিকিট কালেক্টর সহ অন্যান্য বিভাগের অস্থায়ী কর্মীরা। শাসকদল তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে চলছে টানা আন্দোলন ও বিক্ষোভ। চালকের অভাবে অর্ধেকেরও বেশি সরকারি বাস পরিষেবা বাতিল হয়েছে বর্ধমান ডিপো থেকে।
advertisement

অচলাবস্থা কিভাবে কাটবে? আন্দোলনরত চালকদের বক্তব্য, তাঁদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন দীর্ঘায়িত হবে। সমস্ত দাবি মেনে নেওয়া হলে তবেই স্টিয়ারিং-এ হাত দেবেন তাঁরা। এদিকে, টানা আন্দোলনের ফলে কলকাতা ও সল্টলেকগামী বহু এসবিএসটিসি-র বাস বাতিল হয়েছে বর্ধমান থেকে। আটকে পড়া যাত্রীদের অনেকেই কলকাতায় চিকিৎসার জন্য বা অফিসে যাওয়ার জন্য। সাতসকালে বাস ধরতে এলেও স্তব্ধ ডিপো চিন্তার ভাঁজ ফেলেছে যাত্রীদের কপালে।

advertisement

আরও পড়ুনঃ কাজ না করে বিল পাস করে দেওয়ার অভিযোগ! অভিযোগের তীর পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে 

যাত্রীরা জানান, টিকিট কাউন্টারের সামনে একটি নোটিশ দেওয়া হয়েছিল চালকদের তরফে। তাতে লেখা ছিল, বৃহস্পতিবার থেকে অস্থায়ী কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে সামিল হবেন। তার জন্য বন্ধ থাকবে বাস পরিষেবা। ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। গুটিকয়েক বাস চললেও তাতে অসম্ভব ভিড় হচ্ছে। অগ্রিম টিকিট কেটে কেন হয়রানি শিকার হতে হবে তাদের? প্রশ্ন তুলছেন যাত্রীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: অস্থায়ী চালকদের কর্মবিরতি, বন্ধ এসবিএসটিসি বাস পরিষেবা! বিপাকে যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল