অচলাবস্থা কিভাবে কাটবে? আন্দোলনরত চালকদের বক্তব্য, তাঁদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন দীর্ঘায়িত হবে। সমস্ত দাবি মেনে নেওয়া হলে তবেই স্টিয়ারিং-এ হাত দেবেন তাঁরা। এদিকে, টানা আন্দোলনের ফলে কলকাতা ও সল্টলেকগামী বহু এসবিএসটিসি-র বাস বাতিল হয়েছে বর্ধমান থেকে। আটকে পড়া যাত্রীদের অনেকেই কলকাতায় চিকিৎসার জন্য বা অফিসে যাওয়ার জন্য। সাতসকালে বাস ধরতে এলেও স্তব্ধ ডিপো চিন্তার ভাঁজ ফেলেছে যাত্রীদের কপালে।
advertisement
আরও পড়ুনঃ কাজ না করে বিল পাস করে দেওয়ার অভিযোগ! অভিযোগের তীর পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে
যাত্রীরা জানান, টিকিট কাউন্টারের সামনে একটি নোটিশ দেওয়া হয়েছিল চালকদের তরফে। তাতে লেখা ছিল, বৃহস্পতিবার থেকে অস্থায়ী কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে সামিল হবেন। তার জন্য বন্ধ থাকবে বাস পরিষেবা। ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। গুটিকয়েক বাস চললেও তাতে অসম্ভব ভিড় হচ্ছে। অগ্রিম টিকিট কেটে কেন হয়রানি শিকার হতে হবে তাদের? প্রশ্ন তুলছেন যাত্রীরা।
Malobika Biswas