TRENDING:

East Bardhaman News: পরপর গ্রামের ৬ টি বাড়িতে চুরি, আতঙ্কে ঘুম উড়েছে সবার

Last Updated:

১০-১৫ ভরি রূপো, ৩-৪ ভরি সোনার গয়না, নগদ ১১ হাজার টাকা নিয়ে পালিয়েছে। এছাড়াও ব্যাঙ্কের বই, আধার কার্ড, এটিএম কার্ড‌ও খোয়া গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: একইদিনে গ্রামের পরপর ৬ টি বাড়িতে চুরি। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ভাতারের আমারুন গ্রামে। রবিবার মধ্যরাতে এই গ্রামের পরপর ৬ টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপর থেকেই আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। এই চুরির দৃশ্য গ্রামের জয় দুর্গা মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে এক অপরিচিত ব্যক্তিকে চুরি করতে দেখা গিয়েছে।
advertisement

গ্রামবাসীরা ভাতার থানায় গিয়ে এই চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এলাকায় এসে গোটা ঘটনা খতিয়ে দেখেছে। গ্রামের বাসিন্দা দানু সাঁতরার বাড়িতে চুরি হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, "আমার বাড়িতে ডাকাতি হয়েছে। সকালবেলা উঠে দেখি ঘরের চাবি-তালা সব ভাঙা অবস্থায় আছে। ১০-১৫ ভরি রূপো, ৩-৪ ভরি সোনার গয়না, নগদ ১১ হাজার টাকা নিয়ে পালিয়েছে। এছাড়াও ব্যাঙ্কের বই, আধার কার্ড, এটিএম কার্ড‌ও খোয়া গিয়েছে।

advertisement

আরও পড়ুন: বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে, কনের বাড়ির থেকে কিছুটা দূরে মর্মান্তিক মৃত্যু পাত্রের বাবার

View More

জানা গিয়েছে এই গ্রামে আগেও এইভাবে চুরি হয়েছিল। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্বভাবতই দুশ্চিন্তায় ভুগছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা চাইছেন, এই ঘটনার সম্পূর্ণ তদন্ত হোক এবং অতি শীঘ্র দোষীরা শাস্তি পাক।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: পরপর গ্রামের ৬ টি বাড়িতে চুরি, আতঙ্কে ঘুম উড়েছে সবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল