গ্রাহকদের দাবি, তাদের গোটা এক মাসের রেশন দিচ্ছেন না ওই ডিলার। ডিলার অঞ্জলী হাজরার ছালালপুর গ্রামের প্রায় ১২০০ রেশন গ্রাহক আছে। তারা রাজ্য ও কেন্দ্র সরকারের চাল, গম ও আটা মিলিয়ে কমবেশি ১৩৫ বস্তা মাসিক রেশন পান। গত অগাস্টে বরাদ্দ সেই রেশন না দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। গ্রাহকদের আরও দাবি, তাদের বিনামূল্যে প্রাপ্য ওই রেশন ডিলার বুঝিয়ে দিলেই তবেই ডিলারকে ছাড়া হবে।
advertisement
আরও পড়ুনঃ বাজিমাত মেমারি গ্রামীণ হাসপাতালের! কেন্দ্রের সেরার সেরা পুরস্কার পেল এই হাসপাতাল
তবে রেশন দিতে আসা ডিলারের পরিবারের সদস্য চন্দন হাজরা জানান, তিনি অগাস্ট মাসের ১৮ তারিখে অগাস্ট মাসের রেশন দিয়ে দিয়েছেন। সব মিলিয়ে এদিন ক্ষোভে ফেটে পরে উত্তেজিত জনতা। স্থানীয় হাবিল মিদ্দা, শেখ মাখনরা বলেন, রেশন সামগ্রী না দিয়েই ডিলার বলছে রেশন সামগ্রী পেয়ে গিয়েছে সকলে। কোনও প্রমাণ নেই ডিলারের কাছে। মেশিনে হাতের ছাপ দেখাতে পারছে না ডিলার। অবিলম্বে রেশন সামগ্রী দিতে হবে ডিলারকে। কার্ডের প্রাপ্য রেশন তাঁরা পাচ্ছেন না। গত মাসে রেশন সামগ্রী পাননি বলে দাবি তাঁদের।
Malobika Biswas