TRENDING:

Purba Bardhaman News: জেলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ধানের ফলন ভাল হবে, আশায় কৃষকরা

Last Updated:

চলতি বছরের মাঝামাঝি সময় রাজ্যের প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ অনেক কম ছিল। বৃষ্টির পরিমানে ঘাটতি ছিল বর্ধমানেও। ক্যানেলের জল পেলেও চাষের অবস্থাখারাপ ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : চলতি বছরের মাঝামাঝি সময় রাজ্যের প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ অনেক কম ছিল। বৃষ্টির পরিমানে ঘাটতি ছিল বর্ধমানেও। ক্যানেলের জল পেলেও চাষের অবস্থা খারাপ ছিল। ফলে অসহায় হয়ে পড়েছিলেন কৃষিজীবী মানুষজন। পুজোর আগে চাষের অবস্থারবেহাল দশা দেখে ছেলে মেয়েদের পুজোর জামা কাপড় কিনে দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন কৃষকরা। বীজ বপন ধান রোপণের কাজ কোনও রকমে হলেও ফলন ভালো হবে না তেমনটাই মনে করা হচ্ছিল।
advertisement

ঠিক তখনই বিদায় নেওয়ার মুখে গত কয়েকদিন ধরে দফায় দফায় পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে বৃষ্টি। সঙ্গে বিদ্যুতের চমক। সন্ধ্যে থেকে শুরু করে একটানা প্রায় এক ঘণ্টা বৃষ্টিপাতের পর একটু বিরতির মত কিছুক্ষণ বিশ্রাম এবং তারপর আবার শুরু হচ্ছে বৃষ্টি চলতি সপ্তাহের বুধবার সন্ধ্যা থেকে এমনই দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমান জেলা জুড়ে ।কৃষি দফতরের আধিকারিকরা জানান, চারা লাগানোর পর পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে। রোদও পাওয়া গেছে

advertisement

আরও পড়ুনঃ আয় না থাকলেও ভালোবাসায় আজও ডাকের সাজ তৈরি করেন গোলক

ধানে সেভাবে রোগ পোকার আক্রমণও দেখা যায়নি তাই এবার নতুন করে আর প্রাকৃতিক দুর্যোগ না হলে ধানের ফলন অনেকটাই ভাল হবে বলে আশা করা হচ্ছে। লক্ষ্যমাত্রা লক্ষ ৭৭ হাজার হেক্টর সেই লক্ষ্যমাত্রা প্রায় পূর্ণ হয়েই গেছে। প্রতিটা জমির ধানের চেহারা খুবই ভালো স্বাভাবিক ভাবেই সহায়ক মূল্যে ধান কেনার লক্ষ্যমাত্রাও বাড়বে জেলায় তেমনটাই আসা করা যায়।

advertisement

View More

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: জেলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ধানের ফলন ভাল হবে, আশায় কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল