ঠিক তখনই বিদায় নেওয়ার মুখে গত কয়েকদিন ধরে দফায় দফায় পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে বৃষ্টি। সঙ্গে বিদ্যুতের চমক। সন্ধ্যে থেকে শুরু করে একটানা প্রায় এক ঘণ্টা বৃষ্টিপাতের পর একটু বিরতির মত কিছুক্ষণ বিশ্রাম এবং তারপর আবার শুরু হচ্ছে বৃষ্টি । চলতি সপ্তাহের বুধবার সন্ধ্যা থেকে এমনই দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমান জেলা জুড়ে ।কৃষি দফতরের আধিকারিকরা জানান, চারা লাগানোর পর পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে। রোদও পাওয়া গেছে ।
advertisement
আরও পড়ুনঃ আয় না থাকলেও ভালোবাসায় আজও ডাকের সাজ তৈরি করেন গোলক
ধানে সেভাবে রোগ পোকার আক্রমণও দেখা যায়নি । তাই এবার নতুন করে আর প্রাকৃতিক দুর্যোগ না হলে ধানের ফলন অনেকটাই ভাল হবে বলে আশা করা হচ্ছে। লক্ষ্যমাত্রা ৩ লক্ষ ৭৭ হাজার হেক্টর । সেই লক্ষ্যমাত্রা প্রায় পূর্ণ হয়েই গেছে। প্রতিটা জমির ধানের চেহারা খুবই ভালো । স্বাভাবিক ভাবেই সহায়ক মূল্যে ধান কেনার লক্ষ্যমাত্রাও বাড়বে জেলায় তেমনটাই আসা করা যায়।
Malobika Biswas