আহত মহিলা ঊষা হাটি এই প্রসঙ্গে জানান, “আমি সাইকেল নিয়ে আসছিলাম আমাকে পেছন দিক থেকে এসে মি: আলুওয়ালিয়ার গাড়ি ধাক্কা দিলে আমি পড়ে যাই।” পরবর্তীতে ধাক্কা মারার পর সাংসদ গাড়ি থেকে না নেমে চলে যান। অন্যদিকে আহতকে দেখতে পূর্ব বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছান বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস।
advertisement
আরও পড়ুনঃ সরকারী সাহায্যের অভাবে হয়ত হারিয়ে যাবে বহু পুরনো এই শিল্প
এই বিষয়ে বিধায়ক খোকন দাস জানান , সবচেয়ে বড় একটা দুঃখজনক ঘটনা, যে একজন এমপি তার নিজের গাড়িতে ধাক্কা লাগল, তিনি একবারও দাঁড়ালেন না। মেয়েটার হাত ভেঙে গেছে কোমড়ে লেগেছে। রীতিমতো এই ঘটনার জেরে শোরগোল শুরু হয়েছে বর্ধমান শহর থেকে শুরু করে রাজনৈতিক মহলগুলিতেও।
advertisement
বনোয়ারিলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 9:10 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: বর্ধমানে ঘটল অবাক করা কান্ড! সাংসদ এর গাড়ি ধাক্কা মারল এক মহিলাকে