স্থানীয় সূত্রে জানা যায়, তেলের ট্যাংকার নতুন হাট থেকে বর্ধমান অভিমুখে যাচ্ছিলো। ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ বর্ধমান থেকে নতুনহাট অভিমুখে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। সেই সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় নয়ানজুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ। দুটি গাড়ি আটক করে নিয়ে যাওয়া হয় ভাতার থানায়। তবে ঘটনায় পিকআপ ভ্যানের চালক অল্প আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের তৎপরতায় বাদশাহী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
advertisement
গাড়ির চালক সঞ্জীব কুমার সাউ বলেন, হাওড়া থেকে সিউড়ি যাচ্ছিলেন। হঠাৎ উল্টো দিক থেকে একটি লরি এসে সামনে ধাক্কা মারে। তিনি গাড়ি নিয়ে নয়ানজুলিতে পড়ে যান। এই দুর্ঘটনা কীভাবে ঘটল, তা একপ্রকার তিনি প্রথমে বুঝে উঠতে পারেননি বলে জানান।
অন্যদিকে, শামসুর আনসারী নামে আর এক চালক বলেন, "গাড়িটি পুরো রাস্তা চেপে দেওয়ায়, প্রাণ বাঁচাতে গাড়ি নিয়ে নয়ানজুলিতে নামতে বাধ্য হই।" তাঁর আঘাত না লাগলেও গাড়ির ক্ষতি হয়েছে।
Malobika Biswas