TRENDING:

Purba Bardhaman News: ডিভিসি'র ওপর ভগ্নপ্রায় ব্রিজ! প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত কয়েকশো মানুষের

Last Updated:

গত রবিবার গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ধসে গিয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। গুজরাটের ব্রিজ দুর্ঘটনার পর নড়েচড়ে বসল রাজ্য সরকার। গুজরাট কাণ্ডের পর রাজ্যের জরুরি যাতায়াতের সেতুগুলি আরও একবার দেখে নিতে চাইছে সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : গত রবিবার গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ধসে গিয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। গুজরাতের ব্রিজ দুর্ঘটনার পর নড়েচড়ে বসল রাজ্য সরকার। গুজরাত কাণ্ডের পর রাজ্যের জরুরি যাতায়াতের সেতুগুলি আরও একবার দেখে নিতে চাইছে সরকার। একইভাবে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকে বাগিলা অঞ্চলের কেঁতপালা-দিলালপুর এলাকায় ডিভিসির ওপর থাকা ব্রিজ কি অবস্থায় আছে তা পরিদর্শনে গেল পঞ্চায়েতের সদস্যরা। মানুষ ও যানবাহন চলাচলের কাঠের সেতুর বেহাল দশা চোখে পড়ল এখানে।
advertisement

ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করলে ব্রিজটি এমনভাবে দুলছে যা দেখে গুজরাটের ব্রিজের কথা মনে পড়ে যাবে। ব্রিজের নিচে অংশ ভগ্নপ্রায়। যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড় কোনও দুর্ঘটনা এমনকি প্রাণহানিও হতে পারে। এই ব্রিজের ওপর দিয়ে কেতকলা দিলালপুর সহ এলাকার বিভিন্ন গ্রামের স্কুলের ছাত্র ছাত্রীসহ সাধারণ মানুষেরা বিভিন্ন কাজে মেমারি যাতায়াত করে।তাই অন্য কোন বিকল্প রাস্তা না থাকায় প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হচ্ছে ওই এলাকার সাধারণ মানুষকে।

advertisement

আরও পড়ুনঃ ন্যাড়া পোড়ানো বন্ধ করতে পথে কৃষি দফতরের আধিকারিকরা

এদিন মেমারি এক নম্বর ব্লকের বাগিলা অঞ্চলের কেতপালা-দিলালপুরের ভগ্ন প্রায় কাঠের ব্রীজটির পরিদর্শনে এলেন মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জি বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল বাগিলা গ্রাম পঞ্চায়েত সদস্য প্রলয় পাল সহ অন্যান্যরা। নিত্যানন্দ ব্যানার্জি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বললেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখার কথা বলার পাশাপাশি তিনি আশ্বাস দিলেন যে খুব শীঘ্রই এখানে কংক্রিটের একটি বীজ নির্মাণ হবে এবং বর্তমানে দুর্ঘটনা এড়াতে ব্রীজটির সংস্কার করা হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ডিভিসি'র ওপর ভগ্নপ্রায় ব্রিজ! প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত কয়েকশো মানুষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল