প্রসঙ্গে স্বামী দুর্গানন্দ সরস্বতী মঠের মঠাধ্যক্ষ জানিয়েছেন, গতকাল রাত্রি একটা সময় একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহকারে এসে আমাকে তোলে । আমি ওঠার পরে আমাকে বলে যা টাকা-পয়সা আছে দিয়ে দাও , আমার ঘরের ড্রয়ার ঘাটাঘাটি করে সবকিছু তছনছ করে তারপর ওরা কিছুই পায়নি। পরবর্তীতে আর একজন যে থাকে তাকে ধরে নিয়ে এসে মন্দির খুলিয়ে সব নিয়ে পালিয়ে যায়।
advertisement
দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে । আশ্রম কর্তৃপক্ষ জানান রাত ১ টা নাগাদ ৫-৬ জনের একদল দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে হাতে আগ্নেয়াস্ত্র, ভোজালি ও শাবল নিয়ে আশ্রমে হানা দেয়। পরবর্তীতে এই ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সম্পূর্ণ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 6:38 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: গল্প কাহিনির মতো! ডাকাতদল আশ্রমের মন্দির খুলতেই একী ঘটনা ঘটে গেল, চমকে গেলেন সকলে