এই শোভাযাত্রা প্রসঙ্গে এনসিসি-র ফোর্থ বেঙ্গল ব্যাটেলিয়নের ক্যাডেট সিনিয়র অফিসার রাজ মণ্ডল বলেন, আমরা একটি শোভাযাত্রা করি। এর মাধ্যমে সকলকে সুস্থ থাকা এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার বিষয়ে সচেতন করা হয়। আর সুস্থ থাকতে গেলে যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন এই কথাটাও তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: ভুয়ো সরকারি ওয়েবসাইট ও রশিদ বানিয়ে বালি খাদানের রমরমা কারবার! ধৃত প্রতারণা চক্রের মূল পান্ডা
advertisement
এই শোভাযাত্রায় উপস্থিত ছিল বর্ধমান টাউন স্কুল, বর্ধমান সিএমএস হাইস্কুল, বর্ধমান মিউনিসিপাল বয়েজ হাইস্কুল, বর্ধমান রামকৃষ্ণ বোরহাট হাইস্কুল, রামসিস হিন্দি হাইস্কুল, নেহেরু বিদ্যামন্দির, বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয়, বর্ধমান মডেল স্কুলের মোট ২০০ জন এনসিসি ক্যাডেট। এছাড়া উপস্থিত ছিলেন প্রত্যেক স্কুলের এনসিসি-র ভারপ্রাপ্ত শিক্ষকরা। সেই সঙ্গে হাজির ছিলেন ফোর্থ বেঙ্গল ব্যাটেলিয়নের সেনা আধিকারিকরা। শোভাযাত্রাটি বর্ধমান রাজ কলেজ সেনা লাইন থেকে শুরু হয়ে পাওয়ার হাউজ পাড়া, রানি শায়র, বিগবাজার হয়ে আবার রাজ কলেজে এসে শেষ হয়। পদযাত্রা শেষে একটি নাটকের মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা হয়।





