অপরদিকে হেকমত আলী শেখের স্ত্রী, ডালিয়া বেগম জানান , বদরুদ্দোজা আমার আত্মীয় হন । তাকেই আমরা বিভিন্ন কাজের জন্য ২৫ লক্ষ টাকা দিয়েছি। সেই টাকা চাওয়াতে তিনি এই অপপ্রচার করছেন তাঁর স্বামীর নামে । তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে । অপরদিকে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক তথা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী জানান, উপপ্রধান হেকমত আলী শেখকে দল থেকে অনেকদিন আগেই বহিষ্কারও করা হয়েছে ।
advertisement
আরও পড়ুনঃ Purba Bardhaman: পৌরসভার উদ্যোগে পরিষ্কার হচ্ছে নিকাশি নালা
আরও পড়ুনঃ Purba Bardhaman: ক্ষীর নদীতেই বাস দেবী য্যোগাদ্যার
তিনি বর্তমানে পঞ্চায়েত সদস্য হিসেবে ছিলেন । সে যদি সত্যি কারের দোষী হয় সে সাজা পাবে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝিলু দু'নম্বর অঞ্চল এলাকায়।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
May 19, 2022 12:08 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: চাকরি করে দেওয়ার নামে আদায় করতেন টাকা, গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান