সোমবার পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন এলাকায় ভাবে ঘুরে বেড়াচ্ছিল শিশু দুটি। সেই ঘটনার কথা সামনে আসতেই খবর যায় কালনা জিআরপির ওসির কাছে। কালনা জিআরপি স্টেশনের ওসি ওই দুটি শিশুকে উদ্ধার করে নিজের জিআরপি অফিসে নিয়ে যান। এরপর পুরো ঘটনায় জানানো হয় রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথকে।
advertisement
আরও পড়ুনঃ শ্রাবণ মাসে অবশ্যই বাড়িতে আনুন ‘এই’ সমস্ত সামগ্রী, মহাদেবের আশীর্বাদ ফুলে-ফেঁপে উঠবে সংসার
এই ঘটনার পরবর্তীকালে যোগাযোগ করা হয় ওই শিশুর বাবা এবং সৎ মায়ের সঙ্গে। শিশু দুটির অভিভাবকের অনুমতি নিয়েই কালনা জিআরপির ওসি, মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্বপন দেবনাথের হাতে বাচ্চা দুটির দায়ভার তুলে দেন। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের দামোদর পাড়া এলাকায় একটি অনাথ আশ্রম রয়েছে। যেখানে বাচ্চাদের তিনি নিজ দায়িত্বে দেখাশুনা করেন।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “শিশু দুটি খুবই অবহেলায় থাকত। সেখান থেকে স্টেশনে চলে আসে, খোঁজ খবর নিয়ে জিআরপি-র সহযোগিতায় উদ্ধার করা হয়েছে তাদের। এরপর আমার কাছে খবর আসে।” তিনি আরও জানিয়েছেন, তাঁর দামোদর পাড়া অনাথ আশ্রমে বাকি বাচ্চাদের সঙ্গেই থাকবে এই দুই শিশু।
Bonoarilal Chowdhury