TRENDING:

Purba Bardhaman News: নিমো দু'নম্বর পঞ্চায়েতের বেহাল রাস্তা পরিদর্শনে ব্লক সভাপতি

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার মেমারী এক নম্বর ব্লকের নিমো দু'নম্বর পঞ্চায়েত এলাকার কেন্না সাহেরের পাড় থেকে কেন্না ঘোষপাড়া হয়ে কৈলাসপুর পর্যন্ত প্রায় ৪ (চার) কিলোমিটার রাস্তার হাল দীর্ঘদিন ধরেই বেহাল। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রতিদিনই এই বেহাল রাস্তার ওপর দিয়ে চলাচল করতে হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার মেমারী এক নম্বর ব্লকের নিমো দু'নম্বর পঞ্চায়েত এলাকার কেন্না সাহেরের পাড় থেকে কেন্না ঘোষপাড়া হয়ে কৈলাসপুর পর্যন্ত প্রায় ৪ (চার) কিলোমিটার রাস্তার হাল দীর্ঘদিন ধরেই বেহাল। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রতিদিনই এই বেহাল রাস্তার ওপর দিয়ে চলাচল করতে হয়। তাই এই রাস্তা নিয়ে নাজেহাল এলাকাবাসীরাও। বর্তমান বিধায়ক তথা প্রাক্তন ব্লক সভাপতি সহ স্থানীয় পঞ্চায়েত ও বিভিন্ন প্রশাসনিক দফতরে জানিয়ে শুধুমাত্র এলাকাবাসীরা পেয়েছেন আশ্বাস। ফেরেনি রাস্তার হাল।
advertisement

আর এরই মধ্যে এদিন এই রাস্তাটির পরিদর্শনে এলেন মেমারী এক নম্বর ব্লকের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান শেখ জাহির হোসেন সহ এলাকার স্থানীয় বাসিন্দারা, নিত্যানন্দ ব্যানার্জি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এলাকাবাসীরাও নিত্যানন্দ ব্যানার্জিকেও তাদের অসুবিধার কথা জানান। তিনি শুধু আশ্বাসী দেননি দফতরে এই বেহাল রাস্তার কথা জানান। দ্রুত এই রাস্তার মেরামত হবে বলেই মনে করছে স্থানীয়রা।

advertisement

আরও পড়ুনঃ মেমারী কেনেল ক্লাবের উদ্যোগে কুকুর প্রদর্শনী ও প্রতিযোগিতা

গত সপ্তাহে মেমারী এক নম্বর ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর এলাকায় একটি ভগ্নপ্রায় কাঠের সেতু পরিদর্শনে যান, এবং সেখানে গিয়ে কাঠের সেতুটির অবস্থা বিপদজনক বুঝেই বিভিন্ন দফতর বিষয়টি জানান এবং তার পরই প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়। তাই এদিন নিমো দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই রাস্তাটি পরিদর্শনে আসার পর রাস্তাটির কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে মনে করে আশায় বুক বাঁধছে এলাকাবাসীরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: নিমো দু'নম্বর পঞ্চায়েতের বেহাল রাস্তা পরিদর্শনে ব্লক সভাপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল