আর এরই মধ্যে এদিন এই রাস্তাটির পরিদর্শনে এলেন মেমারী এক নম্বর ব্লকের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান শেখ জাহির হোসেন সহ এলাকার স্থানীয় বাসিন্দারা, নিত্যানন্দ ব্যানার্জি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এলাকাবাসীরাও নিত্যানন্দ ব্যানার্জিকেও তাদের অসুবিধার কথা জানান। তিনি শুধু আশ্বাসী দেননি দফতরে এই বেহাল রাস্তার কথা জানান। দ্রুত এই রাস্তার মেরামত হবে বলেই মনে করছে স্থানীয়রা।
advertisement
আরও পড়ুনঃ মেমারী কেনেল ক্লাবের উদ্যোগে কুকুর প্রদর্শনী ও প্রতিযোগিতা
গত সপ্তাহে মেমারী এক নম্বর ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর এলাকায় একটি ভগ্নপ্রায় কাঠের সেতু পরিদর্শনে যান, এবং সেখানে গিয়ে কাঠের সেতুটির অবস্থা বিপদজনক বুঝেই বিভিন্ন দফতর বিষয়টি জানান এবং তার পরই প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়। তাই এদিন নিমো দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই রাস্তাটি পরিদর্শনে আসার পর রাস্তাটির কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে মনে করে আশায় বুক বাঁধছে এলাকাবাসীরা।
Malobika Biswas