TRENDING:

East Bardhaman- দিনের বেলা লোকালয় ঘুরে বেড়াচ্ছে খেঁক শিয়াল, উদ্ধার করল বনদফতরের কর্মীরা

Last Updated:

প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে শিয়াল। আতঙ্কিত গ্রামের মানুষ। উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

প্রকাশ্য দিবালোকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে খেঁক শিয়াল। রাতের শিকারীকে দিনে ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত গ্রামের মানুষ। এমনই দৃশ্য দেখা গেল গলসীর গলিগ্রামে। ধীর গতিতে চলাফেরা করায় শিয়ালটি অসুস্থ বলে প্রাথমিকভাবে জানতে পারা গেছে। অবশেষে অসুস্থ শিয়ালটিকে উদ্ধার করেছে বনদফতরের  কর্মীরা। পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান বনদফতরের কর্মীরা।

advertisement

এদিকে, লোকালয়ে ঘুরে বেড়াতে দেখে, গ্রামবাসীরা শিয়ালটিকে একটি নির্মিয়মান ঘরে আটক করে রাখেন। তারাই খবর দেন বনদফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গলসী এক নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধাক্ষ্য বিমল বাউরী,বনদফতরের কসবা শাখার বীট অফিসার নবকুমার ঘোষ ও তাঁর টিম। তাদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যে উদ্ধার হয় অসুস্থ শিয়ালটি। অবশেষে বনদফতরের গাড়ি করে শিয়ালটিকে নিয়ে যাওয়া হয় বর্ধমানের জিওলজিক্যাল পার্কে। সেখানেই চিকিৎসা ব্যাবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

advertisement

গ্রামবাসী অসীম চক্রবর্তী জানান, গ্রামের রাস্তায় এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল শিয়ালটি। মাঝে মাঝে রাস্তায় পথচারীদের দিকে দাঁত খেঁচিয়ে তেড়ে আসছিল। আবার রাস্তায় বসেও পড়ছিল মাঝের মধ্যে। যে কোন সময় কারোকে কামড়ে দিতে পারে বলে মনে হচ্ছিল। তাই শিয়ালটিকে আটকে রাখা হয়।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধাক্ষ্য বিমল বাউরি জানান , দীর্ঘক্ষন ঘুরে বেড়াচ্ছিল শিয়ালটি। গ্রামীণ মানুষ খবর দিতেই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে শেয়ার থেকে উদ্ধার করা হয়। শিয়ালটি অসুস্থ। বর্তমানে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman- দিনের বেলা লোকালয় ঘুরে বেড়াচ্ছে খেঁক শিয়াল, উদ্ধার করল বনদফতরের কর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল