আরও পড়ুন: রেল লাইনে বসেই দেদার আড্ডা, মোবাইলে বুঁদ! নজর নেই রেল পুলিশের
পূর্ব বর্ধমানের এই হাইস্কুলটি পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রায় দু’কাটা জমির উপর সবজি বাগান গড়ে তুলেছে। এই কিচেন গার্ডেনটির নামকরণ করা হয়েছে সবুজ বিপ্লবের নায়ক স্বামীনাথনের নামানুসারে। স্কুলের মধ্যে এমন বিপুল পরিমাণে সবজি চাষ অবাক করার মতো বিষয়। মূলত ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং সেই সাথে জৈব সারের উপকারিতা এবং রাসায়নিকের ক্ষতিকারক দিক পড়ুয়ারদের সামনে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
কৈচর-কাটোয়া রোডের সুদপুর বাসস্টপে নেমে প্রায় ১ কিলোমিটার ভিতরে গেলে গ্রামের শেষ প্রান্তে অনাবিল সবুজের মধ্যে অবস্থিত সুদপুর উচ্চবিদ্যালয়। এই স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলের সবজি বাজার থেকে কেনা হয় না। তা স্কুলের মধ্যে যত্ন করে গড়ে তোলা কিচেন গার্ডেন থেকেই আসে। এই প্রসঙ্গে স্কুলের শিক্ষক সমীর কুমার হালদার বলেন, বাইরের বিভিন্ন কীটনাশক দেওয়া যে সমস্ত শাকসবজি পাওয়া যায় সেগুলি খেলে আমাদের শরীরে বিভিন্ন রোগ হতে পারে। কীটনাশক ছাড়া জৈব সারের মাধ্যমে সবজি চাষ করা হয় এখানে। সেটাই ছাত্রদের মিড ডে মিলে দেওয়া হয়। বছর দুয়েক আগে এই উদ্যোগের সূচনা বলে তিনি জানান। এই কিচেন গার্ডেনের পরিচর্যার কাছে শিক্ষকদের সঙ্গে ছাত্ররাও হাত মেলায় বলে তিনি জানিয়েছেন। কাটোয়ার এই স্কুলটির বয়স ১০৯ বছর। তবে স্কুলের মধ্যে বড় কিচেন গার্ডেন তৈরি করে শুধু যে তাক লাগিয়েছে তা নয়। পড়াশোনা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এই স্কুলটি প্রতিমুহূর্তে নিজের পরিচয়ের স্বাক্ষর রেখে চলেছে।