স্থানীয়রা জানিয়েছে, সাতগাছি পঞ্চায়েতের পাষাণতলা এলাকায় গত কয়েক বছর ধরে ড্রেন পরিস্কার হয়নি। ফলে ময়লা জমতে জমতে এখন সেখান থেকে প্রবল দুর্গন্ধ বের হচ্ছে। একই সঙ্গে শুরু হয়েছে মশার উপদ্রব। স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও সমস্যার কোনও সুরাহা হয়নি। তাই শেষ পর্যন্ত কালনা পুরসভার কনজারভেন্সি বিভাগের উদ্যোগে ওই দফতরের সভাপতি অনিল বসুর উপস্থিতিতে পঞ্চায়েত এলাকার ড্রেন পরিস্কার এর কাজ শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: আর্সেনিকমুক্ত ২০ লিটার পানীয় জল বিক্রি হচ্ছে মাত্র ৭ টাকায়!
এই প্রসঙ্গে অনিল বসু এদিন বলেন, এটা কালনা পুরসভা লাগোয়া জায়গা। শহরের ১০ নম্বর ওয়ার্ডের পাশেই এই জায়গা। তাই পঞ্চায়েতের এই জায়গাগুলো যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। সকলে ভালোভাবে বসবাস করতে পারে। ড্রেন অপরিষ্কার থাকলে যে কারোর ডেঙ্গু হতে পারে। তাছাড়া প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। সকলের অসুবিধা হচ্ছে, তাই যাতে অসুবিধা না হয় সেই কারণে কালনা পুরসভার তরফ থেকে এটা করা হচ্ছে ।
জানা গেছে এই এলাকা দিয়ে কালনা শহরের বেশ কিছু ওয়ার্ডের ড্রেনের জল পাশ হচ্ছে কয়েক বছর ধরে । যে কারণে ড্রেন গুলো ভর্তি হয়ে গেছিল এবং তাতে সমস্যা হত স্থানীয়দের। বিষয়টি নিয়ে স্থানীয়রা পঞ্চায়েত প্রধানকে জানালে সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণবাবু বেশ কয়েকবার এ বিষয় পুরসভাকে জানান। তার পরই স্থানীয়দের মত নিয়ে এত বছর পর ড্রেন পরিস্কার হচ্ছে।
বনোয়ারীলাল চৌধুরী