TRENDING:

Gymnastics: খেলাধূলায় ইতিহাস পূর্বস্থলীর, জাতীয় স্তরে পাড়ি দিচ্ছেন ২১ জন জিমন্যাস্ট

Last Updated:

Gymnastics: পূর্বস্থলী ১ নম্বর ব্লকের গর্ব। বিদ্যানগর জিডি জিমন্যাস্টিক একাডেমির ২১ জন ছাত্রছাত্রী এবার প্রতিনিধিত্ব করবে জাতীয় স্তরে! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনোয়ারীলাল চৌধুরী, পূর্বস্থলী : পূর্বস্থলী ১ নম্বর ব্লকের গর্ব। বিদ্যানগর জিডি জিমন্যাস্টিক একাডেমির ২১ জন ছাত্রছাত্রী এবার প্রতিনিধিত্ব করবেন জাতীয় স্তরে! রাজ্যস্তরের অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তারা পেয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ। গত ১৯ জুলাই কলকাতার সল্টলেকের সাঁই কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক স্টেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’।
advertisement

সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করলেও নজর কেড়েছে বিদ্যানগর জিডি জিমন্যাস্টিক  অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের পারফরম্যান্স। প্রতিষ্ঠানের মোট ২৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। তাদের মধ্যে চারটি আলাদা বয়সভিত্তিক বিভাগে ২১ জন ছাত্রছাত্রী জাতীয় স্তরে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছে। কোচ অভিজিৎ দেবনাথ বলেন, ‘‘এটা খুবই আনন্দের বিষয়। আশা করছি ওরা সবাই জাতীয় স্তরেও ভাল ফলাফল করবে।’’

advertisement

আরও পড়ুন : মুখে ফেলুন ২ মশলা! শরীর ছেঁচে বার হবে বদ কোলেস্টেরল! হার্ট অ্যাটাক, ট্রাইগ্লিসারাইডকে টাটা বাই বাই! চরম জব্দ কোষ্ঠকাঠিন্য!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জাতীয় প্রতিযোগিতা আগামী অগাস্ট মাসে অনুষ্ঠিত হবে উত্তরাখণ্ডের দেরাদুনে। সেখানেই রাজ্যের প্রতিনিধিত্ব করবেন পূর্বস্থলীর এই প্রতিভাবান ছাত্র ছাত্রীরা। কোচ অভিজিৎ দেবনাথ জানান, ‘‘ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করেছে। রাজ্যস্তরে এই সাফল্য আমাদের উৎসাহিত করেছে। আমরা বিশ্বাস করি, জাতীয় স্তরেও ওরা দারুণ পারফর্ম করবে এবং রাজ্যের ও জেলার মুখ উজ্জ্বল করবে। এই সাফল্য শুধু অ্যাকাডেমির নয়, গোটা পূর্বস্থলী ১ নম্বর ব্লকের গর্ব। এলাকাবাসীর কাছে এটি এক সুন্দর মুহূর্ত।’’ এখন সকলের চোখ আগামী অগাস্টের দেরাদুনে, সেখানে জাতীয় স্তরে পূর্বস্থলীর ছাত্রছাত্রীরা ঠিক কতটা উজ্জ্বল হয়ে ওঠে, তা দেখার অপেক্ষা।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Gymnastics: খেলাধূলায় ইতিহাস পূর্বস্থলীর, জাতীয় স্তরে পাড়ি দিচ্ছেন ২১ জন জিমন্যাস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল