জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা কলিগ্রামের এই এলাকায় বহু পাম্প ঘর ভেঙে সাবমার্সিবলের যন্ত্রপাতি লুট করে নিয়ে গিয়েছে। এইভাবে প্রায় ৭ টি পাম্প ঘর ভেঙে দামি যন্ত্রপাতি চুরি করা হয়েছে। এই এলাকায় অতীতেও এমন ঘটনা ঘটেছিল। ফলে বোরো ধান চাষের মরশুমে মাথায় হাত পড়েছে কৃষকদের। কী করে ফসল ফলাবেন তা ভেবে পাচ্ছেন না।
advertisement
আরও পড়ুন: এক দশকেও দূর হয়নি জলকষ্ট, পুরসভার ট্যাঙ্কারের জলই ভরসা লক্ষ্মীপাড়ার
বোরো চাষে জল সেচের দরকার পড়ে। আর তা মূলত সাবমার্সিবল পাম্পের মাধ্যমেই হয়ে থাকে। ভূগর্ভস্ত জল এই পাম্পের সাহায্যে তুলে চাষের কাজে লাগানো হয়। এর জন্য জমির মাঝে মাঝে ছোট ছোট ঘর তৈরি করে সাবমার্সিবল পাম্প বসান কৃষকরা। সেই ঘর ভেঙেই চাষের জল সেচের এই দামি যন্ত্র চুরি করা হয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের অসহায়তার কথা বলতে গিয়ে এলাকার কৃষক দীনবন্ধু ঘোষ বলেন, আমরা গরিব চাষি। এবছর এমনিতেই ধান ভালো হচ্ছে না। কিন্তু এই চুরি আমাদের একেবারে পথে বসিয়ে দিয়েছে। বহুমূল্যের জিনিস যেমন খোয়া গিয়েছে, তেমনই আমাদের চাষ করাও অসম্ভব হয়ে উঠেছে। তাঁরা এই বিষয়ে প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন।