আরও পড়ুন: প্রাণের মায়া ভুলে বিশাল ময়াল সাপকে রক্ষা করলেন অ্যাম্বুলেন্স চালক
টানা বৃষ্টিতে চাষ শুরু হওয়া প্রসঙ্গে পূর্ব বর্ধমানের এক চাষি বলেন, আমরা আগে বীজ ফেলেছিলাম। বৃষ্টির অভাবে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল ভেবেছিলাম হয়তো এই বীজ মাটিতেই মরে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবে বৃষ্টি হওয়ায় আমরা বীজগুলোকে বাঁচাতে পেরেছি। এখন লাঙ্গল দিচ্ছি। এভাবে যদি বৃষ্টি হয় এবং প্রকৃতি সহায় হয় তাহলে চাষের কাজ এগিয়ে নিয়ে যেতে পারব।
advertisement
পূর্ব বর্ধমান জেলা কৃষি দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত যা বৃষ্টি হয়েছে তাতে ঘাটতি পূরণ হয়নি। জেলায় ২০ শতাংশ বৃষ্টির ঘাটতি আছে। তবে গত দু’দিনের ভারী বৃষ্টির কারণে মাঠ জলে ভর্তি হয়ে আছে। তাই চাষের কাজ পুরোদমে শুরু হয়েছে।
সবমিলিয়ে বৃষ্টি হতেই হাসি ফিরেছে কৃষকদের মুখে। তাঁদের আশা, বাকি মরশুম প্রকৃতি নিশ্চয়ই সহায় হবে।