TRENDING:

Humanity: স্বামী, শিশুকন্যা নিয়ে বিপর্যস্ত দরিদ্র ক্যানসার আক্রান্ত তরুণীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চা বিক্রেতা

Last Updated:

Humanity:স্বল্প যা উপার্জন হয় তা দিয়েই তিনি স্বাধ্যমতো সাহায্য করেন বহু দুঃস্থ মানুষকে। সেরকমই এবার নিজের সামর্থ্য অনুযায়ী এক ক্যানসার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ালেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: ক্যানসার আক্রান্ত মহিলার পাশে দাঁড়ালেন এক চা বিক্রেতা। নিজের সাধ্যমতো কিছু জিনিস তুলে দিলেন ওই মহিলার হাতে। এছাড়াও আগামী দিনেও তাঁর পাশে থাকার আশ্বাস দিলেন। পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা পঞ্জাব শেখ। গুসকরা শহরের বাসস্ট্যান্ডের কাছে তাঁর একটা ছোট্ট চায়ের দোকান রয়েছে। সেই চায়ের দোকান চালিয়েই কোনও রকমে তাঁর সংসার চলে। তবে স্বল্প যা উপার্জন হয় তা দিয়েই তিনি স্বাধ্যমতো সাহায্য করেন বহু দুঃস্থ মানুষকে। সেরকমই এবার নিজের সামর্থ্য অনুযায়ী এক ক্যানসার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ালেন তিনি।
advertisement

এই বিষয়ে চা বিক্রেতা পঞ্জাব শেখ বলেন, “আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি। মনে করি এগুলো আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি বহু মানুষকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করি। পরিবারের তরফ থেকে অনেক সাহায্য পাই। আর অনেক সাধারণ মানুষ আমাকে সাহায্য করেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।”

পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ২ নম্বর ওয়ার্ডের কাঁটাটিকুড়ি এলাকার বাসিন্দা নীলিমা মণ্ডল। মাত্র ২৪ বয়সেই তিনি ক্যানসার আক্রান্ত হয়ে পড়েছেন। পরিবারে রয়েছে তাঁর স্বামী এবং তিন বছরের বাচ্চা। আর্থিক অবস্থা খুবই খারাপ, কোনওরকমে চলছে তাঁর চিকিৎসা। ক্যানসার আক্রান্ত এই মহিলার খবর শুনে গুসকরা পুরসভার চেয়ারম্যানও তাঁর কাছে গিয়েছিলেন এবং সাহায্য করেছেন।

advertisement

আরও পড়ুন : ১ গ্লাস জলে দিন জাস্ট ২ চামচ! ক্যালোরি পুড়িয়ে মাখনের মতো গলবে তলপেটে জমে থাকা মেদের স্তর! নির্বংশ কোষ্ঠকাঠিন্য!

তার পরই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চা বিক্রেতা পাঞ্জাব শেখ। নীলিমা মণ্ডল বলেন, “অপারেশনের পরে ছ’টা কেমো নেওয়া হয়েছে, এখনও বারোটা স্পেশাল কেমো নিতে হবে। ডাক্তারবাবুরা বলেছেন সেরে ওঠার চান্স আছে। এখনও ১০ বছর ওষুধ খেতে হবে। তবে আমার শরীর খুব খারাপ। একটা মেয়ে রয়েছে। সংসারের অবস্থা ভাল নয়। কেউ যদি সাহায্য করেন তাহলে তো অনেক উপকার হয়। পঞ্জাব দা এসে সাহায্য করলেন, খুব ভাল লাগল।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চা বিক্রেতার এহেন কর্মকাণ্ড সত্যিই বেশ প্রশংসনীয়। খুব বেশি আর্থিক সাহায্য না করতে পারলেও তিনি তাঁর সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন। চা বিক্রেতা পাঞ্জাব শেখের কথায়, ‘‘বিপদের সময় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত।’’

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Humanity: স্বামী, শিশুকন্যা নিয়ে বিপর্যস্ত দরিদ্র ক্যানসার আক্রান্ত তরুণীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চা বিক্রেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল