তারা জম্মু-কাশ্মীর দিল্লি হরিয়ানা পন্ডিচেরি-সহ মোট ১৯ টি রাজ্যে সেভ গার্ল সেফ ফিউচার মাদার সেফ আর্থ এই বার্তাগুলি নিয়ে প্রচার অভিযান চালিয়েছেন।
এই প্রচারের অভিজ্ঞতা প্রসঙ্গে পেশায় শিক্ষিকা সুতপা দাস জানিয়েছেন, “আমরা সেভ গার্ল চাইল্ড বার্তা নিয়েই মূলত বেরিয়েছিলাম৷ এরপর সেই সেভ ফিউচার মাদার, সেভ দ্য ফিউচার জেনারেশনের মতো বার্তা নিয়েও প্রচার চালাই। আমার সঙ্গে আরও দুজন ম্যাডাম ছিলেন৷ পশ্চিমবঙ্গকে যদি ধরি তাহলে মোট ১৯ টি রাজ্যে আমরা এই প্রচার চালাই। আমরা আমাদের এই কাজে চেনা অনেক বন্ধু-বান্ধবদের সাহায্য পেয়েছি কিন্তু বহু অচেনা মানুষেরও সাহায্য পেয়েছি।”
advertisement
আরও পড়ুন: কী ঘটল কাটোয়ার এই মন্দিরে? হঠাৎ এত মানুষ কেন দেখতে আসছে মন্দির? জানুন
সুতপা দাস আরও জানিয়েছেন তাদের এই যাত্রা পথে প্রাকৃতিক নানান সমস্যার সম্মুখীন হয়েছিলেন তারা। যেখানে থেকে রেসকিউ টিম এসে উদ্ধার করে তাদের দলটিকে। এই প্রচার অভিযানে সুতপা দাস ছাড়াও ছিলেন তপতী দেবনাথ এবং ঝর্ণা মালাকার। ৭ই মে তারা হেমাতপুর থেকে যাত্রা শুরু করেছিলেন এবং শনিবার তাঁরা সকলেই বাড়ি ফিরে আসেন এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করে।