TRENDING:

East Bardhaman News- ত্বকের চামড়া মোটা, চোখের পাতা উল্টানো, শিশু জন্ম নিতেই চমকে উঠলেন স্বাস্থ্য কর্মীরা

Last Updated:

জন্মানোর তিন দিনের মধ্যেই মৃত্যু হল শিশুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: গায়ের চামড়া মোটা, মুখের আকার অদ্ভূত, চোখের পাতা খোলা। হ্যাঁ এমনই এক শিশু জন্ম নিল। তবে শিশুটিকে বাঁচিয়ে রাখা গেল না। শত চেষ্টা করেও ব্যর্থ হাসপাতালের চিকিৎসকরা। অসহায় মা খালি কোলেই ফিরে গেলেন বাড়ি। পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় জারুর এলাকার বাসিন্দা সংগীতা মন্ডল। স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে জন্ম দেন এক শিশুপুত্রের (East Bardhaman News)। অদ্ভুত ধরনের এই নব জাতককে দেখে চমকে ওঠেন স্বাস্থ্য কেন্দ্রে থাকা কর্মীরা। এরপর ওই শিশুকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে দীর্ঘ লড়াই চালিয়েও সফল হতে পারলেন না বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। প্রান হারায় নবজাতক।
advertisement

এই ধরনের শিশু লাখে একটা হয়। এই শিশুদের বাঁচানো সম্ভব হয়না বেশিরভাগ ক্ষেত্রেই। এই বিষয়ে আর কি কি বললেন শিশু বিশেষজ্ঞ?

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ড: কৌস্তভ নায়েক বলেন, "এটা জিন ঘটিত রোগ। এটাকে ইকথায়োসিস রোগ বলে। এদের হাত, পা, মুখের বিকৃতি দেখা যায়। শরীরে চামড়াটা অনেক মোটা হয়, সেই কারণে এদের নিশ্বাস নিতে অসুবিধা হয়। চামড়া মোটা হয় তাই, চামড়া ফেটে রস বেড়োতে থাকে। এদের চোখ উলটানো থাকে, চোখের পাতা বন্ধ হয়না। যদিও সব শিশুর ক্ষেত্রে এটা হয়না। লাখে একটা বাচ্চার এই রোগ দেখা যায়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এই ধরনের শিশুরা বাঁচে না", বলে জানান তিনি।(East Bardhaman News)

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- ত্বকের চামড়া মোটা, চোখের পাতা উল্টানো, শিশু জন্ম নিতেই চমকে উঠলেন স্বাস্থ্য কর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল