TRENDING:

দামোদরে ফিরল পরিযায়ী পাখিরা! চোরা চালানকারীদের হাত থেকে বাঁচবে তো? বিরাট চক্রান্ত

Last Updated:

চোরা চালানকারীদের দৌরাত্ম্যে মারা গেল ছ'টি পরিযায়ী পাখি। পাখিদের ময়না তদন্ত করছে বন দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: শীত পড়তেই পূর্ব বর্ধমান জেলার পল্লারোড ইদিলপুরের দামোদর নদের ধারে পরিযায়ী পাখিদের আসা শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু পাখি এসেও গিয়েছে। তবে এসবের মধ্যেই বেশ কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে নিরীহ পাখিদের মেরে ফেলছে বলে অভিযোগ। শুধু মেরে ফেলাই নয় তাদের মেরে খাওয়ারও ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি অনেকেরই। ইতিমধ্যে বেশ কিছু পাখি মারা গিয়েছে বৈকুণ্ঠপুর -২ পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়। নদের জলে পরে থাকতে দেখা গিয়েছে ওই পাখিদের। যেই পাখিগুলো মারা গিয়েছে তারা বিভিন্ন প্রজাতির। যে পাখি গুলি মারা গিয়েছে সেগুলি হল, দুটি রুডি শেল ডাক , রিভার ল্যাপ উইং , ২ টি পন্ড হেরণ বা দেশীয় বক। সর্বমোট ছটি পাখি মারা গিয়েছে, তাদের মধ্যে পাঁচটি পাখির মৃতদেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
পরিযায়ী পাখি
পরিযায়ী পাখি
advertisement

আরও পড়ুন Siliguri News: NJP স্টেশন থেকে ট্রেনযাত্রায় যেন জ্যাকপট পাবেন যাত্রীরা! এতাই ভাল এই খবর

প্রতিবছরের মতো এবছরও নানা জায়গা থেকে পাখিদের দল এসেছে পূর্ব বর্ধমান জেলার দামোদর নদের চারপাশে। মূলত শীতের মরসুমটা এই দামোদরের চরে, দামোদরের জলেই খেলে বেড়ায় পরিযায়ী পাখিদের দল। দীর্ঘ কয়েক বছর ধরে এটাই তাদের শীতকালীন বাসস্থান হয়ে উঠেছে। শীতকাল পেরিয়ে গেলে এই পরিচয় পাখিরা পুনরায় ফিরে যায় নিজের পুরনো ঠিকানায়। তবে কিছু অসাধু ব্যক্তির জন্য ধীরে ধীরে কমে গিয়েছে পরিচয় পাখিদের আশার সংখ্যা। আর এ বছর পরিযায়ী পাখিদের আশা মাত্রই তাদের এভাবে মেরে ফেলায় বেশ কিছু পাখি ইতিমধ্যেই দামোদর ছেড়ে চলে গিয়েছে অন্যত্র।

advertisement

আরও পড়ুনঃ গ্যাস ওভেন মেরামতের মিস্ত্রি চেয়ে ফোন! তারপরের ঘটনা সাংঘাতিক

View More

বর্ধমানের একটি পশুপ্রেমী সংস্থার সদস্যরা মৃত পাখিগুলোকে বনদফরের হাতে তুলে দিয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পাখিগুলোকে।এ বিষয়ে পশুপ্রেমী সংস্থা বর্ধমান এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার অর্ণব দাস বলেন, কি কারণে, কিভাবে একই জায়গায় এতগুলি পাখি মারা গেল তার তদন্ত চলছে। আচমকা মারা গেল কি ভাবে তা দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
দামোদরে ফিরল পরিযায়ী পাখিরা! চোরা চালানকারীদের হাত থেকে বাঁচবে তো? বিরাট চক্রান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল