সারাবছর ভিড় তো থাকেই এই মন্দিরে। তবে শিব রাত্রির দিন ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। আজ শিবরাত্রি। তাই অগণিত ভক্ত ভিড় করেছেন বর্ধমানেশ্বর শিব মন্দিরে। বর্ধমান ১০৮ শিব মন্দিরে যেমন ভিড় হয় প্রতি বছর, একই ভাবে বর্ধমানেশ্বর শিব মন্দিরেও ভিড় জমান সকলে। এদিন সকাল থেকেই লম্বা লাইন লক্ষ্য করা যায় মন্দিরের সামনে ভিড়। সকলেই মহাদেবের মাথায় জল ঢেলে অর্জন করছেন পূণ্য। কথিত আছে বর্ধমানেশ্বরের শিবের মাথায় জল ঢাললেই নাকি পূরণ হয় মনস্কামনা। শিবরাত্রির পুজো উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর।মন্দির কমিটির সদস্য গৌতম ঘোষ বলেন, "খুব ভালো লাগছে ভক্তদের ভিড় দেখে। মেলাতেও লোকজন হচ্ছে। প্রতি বছর এই শিব রাত্রিতে ভিড় হয় ভালোই, এবছরও হয়েছে। প্রচুর ভক্ত এসেছেন। গোটা মন্দির সাজানো হয়েছে।" মন্দিরে আসা এক ভক্ত বলেন, "প্রত্যেক বছর এখানেই আসা হয়। যতই ভিড় থাকুক এই শিবের মাথায় জল না ঢাললে ভালো লাগে না। লাইন দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা।"
advertisement