উৎপল পেশায় বাসের খালাসি। মালডাঙ্গা সিদ্ধেশ্বরী লটারি সেন্টার থেকে টিকিট কিনে কোটি টাকা জিতে নিয়েছেন। টাকা পেয়ে যেমন আনন্দ হচ্ছে উৎপলের তেমনই ভয়ও পাচ্ছেন। সেই টাকা আদৌ ভোগ করতে পারবেন তো! এ নিয়েই বেশ ভয়ে উৎপল।
আরও পড়ুনঃ অঙ্কিতা অধিকারীর স্কুলে আরও এক ভুয়ো শিক্ষিকা! তালিকা প্রকাশ হতেই অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ
advertisement
অভাবের সংসার উৎপলের। বাসের হেলপার। কোনও রকমে দিন গুজরান হয়। বাড়িতে রয়েছে মা, স্ত্রী, ছেলে ও মেয়ে। মাঝেমধ্যেই লটারি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতেন উৎপল। এতদিন তেমন কোনও পুরস্কার কপালে জোটেনি। তবে এ বার বাজিমাত। একেবারে এককোটি জিতেছেন উৎপল। লটারির প্রথম পুরস্কার এক কোটি পেয়ে খুশি উৎপল। আনন্দের জোয়ার উৎপলের পরিবার ।
উৎপল পাল জানান, ভাবতেই পারিনি প্রথম পুরস্কার জিতব। ১ কোটি টাকা জিতে যেমন আনন্দ হচ্ছে, তেমন ভয়ও করছে। বাসে কাজ করে কোনওরকমে সংসার চলে। তাই এই টাকা পাওয়ায় কিছুদিন অন্তত খুশিতে থাকবে পরিবার।
Malobika Biswas