TRENDING:

East Burdwan News: জীবনের বাজি রেখে চলছে ভাগীরথীতে ঝুঁকির পারাপার 

Last Updated:

এলাকার মানুষের অভিযোগ বারোমাস জলে নেমে নৌকায় উঠতে হয়।বর্ষায় এই ভোগান্তি আরও বাড়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: কাটোয়ার অগ্রদ্বীপের কালিকাপুর ফেরিঘাটে নৌকা করে যাত্রীদের ভাগীরথী নদী পারাপার করতে গেলে এক কোমর জলে নেমে পারাপার করতে হয়। স্কুলের ছাত্র ,ছাত্রী থেকে শিক্ষক, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবার জন্য এটা নিত্য দিনের সমস্যা। বার বার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে চলছে ঝুঁকির পারাপার।
স্কুল পড়ুয়াদের ঝুঁকি নিয়ে নদী পারাপার
স্কুল পড়ুয়াদের ঝুঁকি নিয়ে নদী পারাপার
advertisement

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহাকুমায় রয়েছে অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের কালিকাকাপুর গ্রামের মানুষকে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে প্রত্যেকদিন বিভিন্ন কাজে আসতে হয় । সারাদিনে শত শত মানুষের যাতায়াত। অপর দিকে নদিয়া জল পথে কালিকাপুরের খুব কাছে তাই অন্যান্য জায়গার মানুষও অনেক সময় এই পথ ব্যবহার করে থাকেন। নদীয়ার বেথুয়া, দেবগ্রামেও এই এলাকার মানুষের যাতায়াত রয়েছে । এক কথায় কালিকাপুরের ফেরিঘাট অতি প্রয়োজনীয় একটি পারাপারের ঘাট।এই গুরুত্বপূর্ণ পারাপারের ঘাটে নূন্যতম যাতায়াতের ব্যবস্থা না থাকায় যাত্রীদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে।

advertisement

আরও পড়ুন: এ যেন ‘অভিশপ্ত’ গ্রাম! ফাঁকা পড়ে আছে ঘরবাড়ি, কেন কেউ থাকে না এখানে?

এলাকার মানুষের অভিযোগ ১২ মাস জলে নেমে নৌকায় উঠতে হয়। বর্ষায় এই ভোগান্তি আরও বাড়ে । বর্তমান পরিস্থিতিতে এক কোমর জলে নেমে কয়েকমিটার হেঁটে তারপরে নৌকায় চড়তে হয়। এই সমস্যার কথা বারবার কাটোয়ার দু নম্বর ব্লকের বিডিওকে জানালেও কোনওরকম সমাধান হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

advertisement

View More

আরও পড়ুন: মহালয়ার দিন কাটোয়ার ভাগীরথীতে ফাটান হল জল বোমা, কিন্তু কেন দেখু

যদিও এই বিষয়ে এলাকার অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, \”সামনের মাসে নতুন করে টেন্ডার প্রক্রিয়া হওয়ার পর একটা ব্যবস্থা করা হবে।\”বারোমাস পারাপারের সমস্যায় ভুক্তভোগী এই এলাকার মানুষের একটাই প্রশ্ন,তারা কবে মুক্তি পাবেন এই খেয়া পারাপারের যন্ত্রণার হাত থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: জীবনের বাজি রেখে চলছে ভাগীরথীতে ঝুঁকির পারাপার 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল