আরও পড়ুন: ঘণ্টাখানেকের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টি জেলায় জেলায়, দুর্যোগের মুহূর্তে বাড়িতে থাকুন, সতর্কতা...
তবে মনের মতো হয়নি ফলাফল বলেই জানাচ্ছেন সৌরথের বাবা সৌগত দে । সৌরথ জানায়, এই ফলাফলে বাবা মা-কে গর্ব বোধ করাতে পেরে খুশি সে । আশা করেছিল আরও ভাল ফল হবে। পাশাপাশি সে বলে, পড়াশোনায় পাশাপাশি বই পড়তে ফুটবল খেলতে ভালোবাসে । ভবিষ্যতে মেডিক্যাল নিয়েই এগোতে চায় সৌরথ। সাতটা বিষয়ে সাত জন শিক্ষকের কাছে পড়ত সে । পাঠ্যপুস্তক ছাড়াও সাজেশন বই পড়ত, এ ছাড়া সেলফ স্টাডি করত ।
advertisement
সৌরথের বাবা বলেন, ছেলেকে কখনই বলতে হয় না পড়তে বসার কথা । নিজে থেকেই পড়াশোনা করে ছোটো থেকেই । ওর এই সাফল্যে খুশি হয়েছেন । তবে আরও ভালো রেজাল্ট এর আসা ছিল ছেলের । তাই স্কুটিনি করার ব্যবস্থা করছেন ।
Malobika Biswas
Location :
First Published :
June 04, 2022 1:32 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Madhyamik Results 2022|| ফলাফলে খুশি নয়, খাতা পুনর্মূল্যায়ন করতে চায় মাধ্যমিকে নবম সৌরথ দে