TRENDING:

Madhyamik Results 2022|| ফলাফলে খুশি নয়, খাতা পুনর্মূল্যায়ন করতে চায় মাধ্যমিকে নবম সৌরথ দে

Last Updated:

Bardhaman Madhyamik 2022 student Saurath Dey stands 9th : মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে বর্ধমান টাউন স্কুলের সৌরথ দে। ফলাফলে খুশি নয় পড়ুয়া সৌরথ। খাতা পুনর্মূল্যায়ন করতে চায় সে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে বর্ধমান টাউন স্কুলের সৌরথ দে । ফলাফলে খুশি নয় পড়ুয়া সৌরথ । খাতা পুনর্মূল্যায়ন করতে চায় সে । বাংলায় ৯৮, ইংরেজিতে ৯৬, অঙ্কে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯২, ভূগোল ৯৯ পেয়েছে সৌরথ। বর্ধমানের কালিবাজারে বাড়ি সৌরথের। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ৬৮৫ । বাবা পেশায় চাকুরীজীবী মা গৃহবধূ । পড়াশোনার পাশাপাশি সৌরথ ভালোবাসে ফুটবল খেলতে, বই পড়তে। মাধ্যমিক পরীক্ষার আগে ১০-১২ ঘণ্টা পড়ত সৌরথ । ভবিষ্যতে কার্ডিওলজি নিয়ে এগোতে চাই সৌরথ । ছেলের এই সাফল্যে খুশি সৌরথের বাবা-মা ।
advertisement

আরও পড়ুন: ঘণ্টাখানেকের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টি জেলায় জেলায়, দুর্যোগের মুহূর্তে বাড়িতে থাকুন, সতর্কতা...

তবে মনের মতো হয়নি ফলাফল বলেই জানাচ্ছেন সৌরথের বাবা সৌগত দে । সৌরথ জানায়, এই ফলাফলে বাবা মা-কে গর্ব বোধ করাতে পেরে খুশি সে । আশা করেছিল আরও ভাল ফল হবে। পাশাপাশি সে বলে, পড়াশোনায় পাশাপাশি বই পড়তে ফুটবল খেলতে ভালোবাসে । ভবিষ্যতে মেডিক্যাল নিয়েই এগোতে চায় সৌরথ। সাতটা বিষয়ে সাত জন শিক্ষকের কাছে পড়ত সে । পাঠ্যপুস্তক ছাড়াও সাজেশন বই পড়ত, এ ছাড়া সেলফ স্টাডি করত ।

advertisement

সৌরথের বাবা বলেন, ছেলেকে কখনই বলতে হয় না পড়তে বসার কথা । নিজে থেকেই পড়াশোনা করে ছোটো থেকেই । ওর এই সাফল্যে খুশি হয়েছেন । তবে আরও ভালো রেজাল্ট এর আসা ছিল ছেলের । তাই স্কুটিনি করার ব্যবস্থা করছেন ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Madhyamik Results 2022|| ফলাফলে খুশি নয়, খাতা পুনর্মূল্যায়ন করতে চায় মাধ্যমিকে নবম সৌরথ দে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল