আগামী ১৮ নভেম্বর শুক্রবার থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বর্ধমান-হাওড়া শাখার কর্ড লাইনের ৭ জোড়া ট্রেন। অর্থাৎ ১৪টি লোকাল ট্রেন বন্ধ থাকবে। এ ছাড়াও বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনও ডানকুনির জায়গায় ব্যান্ডেল দিয়ে ঘোরানো হবে। তবে মেল এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়নি। ফলে যাত্রীদের বাড়তি সময় নিয়ে বেরোতে হবে তা বলাই যায়।
advertisement
আরও পড়ুনঃ দার্জিলিং-কালিম্পং যেতে এ বারে কোথায় নামবেন? যানজট কমাতে শিলিগুড়ি থেকে সরছে বাস টার্মিনাস
রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি ঘোষণা হতেই ট্রেনের যাত্রীরা হয়রান। কারণ এই বর্ধমান-হাওড়া রুটে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। কাজের সূত্রে বহু মানুষ হাওড়া যান আবার অনেকেই বর্ধমানে আসেন, ফলে টানা ১০দিন যদি কর্ড লাইনে বর্ধমান-হাওড়া বন্ধ থাকে তাহলে যথেষ্টই অসুবিধার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে।
এ বিষয়ে এক নিত্যযাত্রী অতনু সাহা বলেন, যারা প্রতিদিন কর্মসূত্রে যাতায়াত করেন তাদের জন্য খুবই অসুবিধার। আমি রোজ ভায়া কর্ডলাইন হয়ে যাতায়াত করি, ব্যবসার জন্য যাতায়াত করতে হয়। তবে এ ভাবে ১০ দিন ট্রেন বন্ধ থাকলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে। বেশি পয়সা দিয়ে বাসে যাব তা সম্ভব না।
এ বিষয়ে পূর্ব রেলের বর্ধমান ডিভিশনের এক আধিকারিক স্বপন কুমার ভট্টাচার্য জানান, আগামী ১৮-২৭ নভেম্বর মোট ৭ জোড়া ট্রেন বাতিল থাকছে। অর্থাৎ ১৪টি কর্ড লাইনের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। মেল এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়নি। এই ট্রেনগুলির গতিপথ বদলানো হয়েছে মাত্র। ডানকুনি দিয়ে যাওয়া সব এক্সপ্রেস যাবে ব্যান্ডেল দিয়ে।
Malobika Biswas