TRENDING:

Train Cancel|| রেললাইনের কাজের জন্য টানা ১০ দিন বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, কোন কোন ট্রেন বাতিল জানুন

Last Updated:

Local Train cancelled: ফের ভোগান্তির শিকার হতে চলেছে ট্রেনের নিত্য যাত্রীরা। বর্ধমান-হাওড়া শাখায় টানা দশ দিন বন্ধ থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: ফের ভোগান্তির শিকার হতে চলেছে ট্রেনের নিত্য যাত্রীরা। বর্ধমান হাওড়া শাখায় টানা দশ দিন বন্ধ থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। মূলত কর্ড লাইনের যাত্রীদেরই এই ভোগান্তির শিকার হতে হবে। জানা গিয়েছে, বারুইপাড়া চন্দনপুরের চতুর্থ লাইনের কাজ চলার কারণে এই সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
advertisement

আগামী ১৮ নভেম্বর শুক্রবার থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বর্ধমান-হাওড়া শাখার কর্ড লাইনের ৭ জোড়া ট্রেন। অর্থাৎ ১৪টি লোকাল ট্রেন বন্ধ থাকবে। এ ছাড়াও বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনও ডানকুনির জায়গায় ব্যান্ডেল দিয়ে ঘোরানো হবে। তবে মেল এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়নি। ফলে যাত্রীদের বাড়তি সময় নিয়ে বেরোতে হবে তা বলাই যায়।

advertisement

আরও পড়ুনঃ দার্জিলিং-কালিম্পং যেতে এ বারে কোথায় নামবেন? যানজট কমাতে শিলিগুড়ি থেকে সরছে বাস টার্মিনাস

রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি ঘোষণা হতেই ট্রেনের যাত্রীরা হয়রান। কারণ এই বর্ধমান-হাওড়া রুটে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। কাজের সূত্রে বহু মানুষ হাওড়া যান আবার অনেকেই বর্ধমানে আসেন, ফলে টানা ১০দিন যদি কর্ড লাইনে বর্ধমান-হাওড়া বন্ধ থাকে তাহলে যথেষ্টই অসুবিধার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে।

advertisement

View More

এ বিষয়ে এক নিত্যযাত্রী অতনু সাহা বলেন, যারা প্রতিদিন কর্মসূত্রে যাতায়াত করেন তাদের জন্য খুবই অসুবিধার। আমি রোজ ভায়া কর্ডলাইন হয়ে যাতায়াত করি, ব্যবসার জন্য যাতায়াত করতে হয়। তবে এ ভাবে ১০ দিন ট্রেন বন্ধ থাকলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে। বেশি পয়সা দিয়ে বাসে যাব তা সম্ভব না।

এ বিষয়ে পূর্ব রেলের বর্ধমান ডিভিশনের এক আধিকারিক স্বপন কুমার ভট্টাচার্য জানান, আগামী ১৮-২৭ নভেম্বর মোট ৭ জোড়া ট্রেন বাতিল থাকছে। অর্থাৎ ১৪টি কর্ড লাইনের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। মেল এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়নি। এই ট্রেনগুলির গতিপথ বদলানো হয়েছে মাত্র। ডানকুনি দিয়ে যাওয়া সব এক্সপ্রেস যাবে ব্যান্ডেল দিয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Train Cancel|| রেললাইনের কাজের জন্য টানা ১০ দিন বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, কোন কোন ট্রেন বাতিল জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল