TRENDING:

Purba Bardhaman News: কার্তিক পুজোয় ১৫টি থিমের পুজো হচ্ছে পূর্বস্থলীতে

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী অঞ্চলের ঐতিহ্যবাহী পুজো হল কার্তিক পুজো । ইতিমধ্যে পুজো ঘিরে উৎসবের মেজাজে পূর্বস্থলী। দুদিন নয়, তিনদিন ধরে আনন্দে মাতেন পূর্বস্থলীবাসী । বেশ কয়েকটি বারোয়ারী পূজো হয় পূর্বস্থলীতে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী অঞ্চলের ঐতিহ্যবাহী পুজো হল কার্তিক পুজো । ইতিমধ্যে পুজো ঘিরে উৎসবের মেজাজে পূর্বস্থলী। দুদিন নয়, তিনদিন ধরে আনন্দে মাতেন পূর্বস্থলীবাসী। বেশ কয়েকটি বারোয়ারী পূজো হয় পূর্বস্থলীতে। এছাড়াও বাড়ি বাড়ি কার্তিক পুজো হয় এখানে। যদিও পূর্বস্থলীর ঐতিহ্যবাহী কার্তিক পুজোয় মাত্র কয়েকটি মন্ডপে কার্তিকের মূর্তি পুজো হয়। এছাড়া বাকি মন্ডপে বিভিন্ন দেবদেবীর মুর্তিপুজো হয়ে থাকে। পূর্বস্থলী রেলবাজারের দুশোমিটারের মধ্যে এবার ১৫টি পুজো হয়েছে । থিমের পুজো রয়েছে ১৫টি । তার মধ্যে পরীর দেশে থিম করেছে গোশাইপাড়ার সাংস্কৃতি সঙ্ঘ এর।
advertisement

তাদের আরাধ্য দেবতা শিবপার্বতী। পূর্বস্থলী পুরাতনবাজার পাড়া দুই পুরাতন পুজো অকাল বোধন, জোড়াবাঘ বিন্ধ্যবাসেনী। পুরানো রেজিষ্ট্রি অফিসপাড়ায় হয় লক্ষ্মী পুজো। ধারাপাড়ায় হয় বালককার্তিকের পুজো। পূর্বস্থলীর ঐতিহ্যবাহী কার্তিকপুজো উপলক্ষে চুপি এলাকায় বসেছে মেলা। চলুন দুটো পুজো মন্ডপ ঘুরে দেখি আমরা।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে হস্তশিল্পীরা এসেছেন সোনাঝুরি হাটে

advertisement

পলাশপুলি সদগোপপাড়ার রামরাবনের যুদ্ধ এবার ১২০ বছরে পদার্পন করল। কার্তিক পুজো উপলক্ষে এই দিনে আগে শুধুমাত্র দেবী কালীর পুজো হত। পরে মাকালীকে নিয়ে রাম- রাবনের থিম শুরু করা হয় এখানে। এরপর থেকেই এই রং রাবণের যুদ্ধ হয়। পূর্বস্থলীর ঐতিহ্যবাহী কার্তিকপুজো গুলির মধ্যে একটি হল এই রাম রাবণের যুদ্ধ। অন্যদিকে চুপির নাথপাড়ার কৈলাশখন্ডের পুজো এবার ৮০ বছরে পদার্পণ করল। তাদের বাজেট দেড় লক্ষ টাকা ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: কার্তিক পুজোয় ১৫টি থিমের পুজো হচ্ছে পূর্বস্থলীতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল