তাদের আরাধ্য দেবতা শিবপার্বতী। পূর্বস্থলী পুরাতনবাজার পাড়া দুই পুরাতন পুজো অকাল বোধন, জোড়াবাঘ বিন্ধ্যবাসেনী। পুরানো রেজিষ্ট্রি অফিসপাড়ায় হয় লক্ষ্মী পুজো। ধারাপাড়ায় হয় বালককার্তিকের পুজো। পূর্বস্থলীর ঐতিহ্যবাহী কার্তিকপুজো উপলক্ষে চুপি এলাকায় বসেছে মেলা। চলুন দুটো পুজো মন্ডপ ঘুরে দেখি আমরা।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে হস্তশিল্পীরা এসেছেন সোনাঝুরি হাটে
advertisement
পলাশপুলি সদগোপপাড়ার রামরাবনের যুদ্ধ এবার ১২০ বছরে পদার্পন করল। কার্তিক পুজো উপলক্ষে এই দিনে আগে শুধুমাত্র দেবী কালীর পুজো হত। পরে মাকালীকে নিয়ে রাম- রাবনের থিম শুরু করা হয় এখানে। এরপর থেকেই এই রং রাবণের যুদ্ধ হয়। পূর্বস্থলীর ঐতিহ্যবাহী কার্তিকপুজো গুলির মধ্যে একটি হল এই রাম রাবণের যুদ্ধ। অন্যদিকে চুপির নাথপাড়ার কৈলাশখন্ডের পুজো এবার ৮০ বছরে পদার্পণ করল। তাদের বাজেট দেড় লক্ষ টাকা ।
Malobika Biswas