advertisement
আরও পড়ুন In Pics: উত্তেজনার পারদ চড়ছে সঞ্জয়কে নিয়ে
তবে কে এই নিক? নিক হলেন মার্কিন অভিনেতা, গায়ক, গীতিকার, রেকর্ড প্রোডিউসর৷ এরসঙ্গেই এখন প্রিয়াঙ্কা ঘুরতে যাচ্ছেন, ম্যাচ দেখতে যাচ্ছেন, নৌকা বিহারে যাচ্ছেন৷ অর্থাৎ দোস্তির থেকেও বেশি কিছু! বিদেশে প্রিয়াঙ্কা একাই থাকেন৷ দিনরাত থাকেন কাজে ব্যস্ত৷ মাঝেমাঝে এই ব্যস্ততায় যে তিনি ক্লান্ত হয়ে পড়েন, নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন প্রিয়াঙ্কা৷ নিক এখন তাঁকে সময় দিচ্ছেন৷ তাঁর যত্ন নিচ্ছেন৷ অবশ্য এমনই মানুষকেই তোখুঁজছিলেন তিনি৷
আরও পড়ুন মালদ্বীপে 'হট হলিডে' কাটাচ্ছেন টাইগার, দিশা! ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভিডিও
একে অন্যকে ভাল করে বুঝে নেওয়ার সময় তো এটাই৷ তবে প্রেম কতদূর এগিয়েছে, সেটা নিয়ে কেউই কোন কথা বলছেন না৷ ওয়েট এন্ড ওয়াচ ফর্মুলাতেই বিশ্বাসী প্রিয়াঙ্কা-নিক!
একসঙ্গে ম্যাচ দেখতে গেছেন দুজনে..
