TRENDING:

সিবিএসই কাণ্ডে নয়া তথ্য, আধ ঘণ্টা আগে খোলা হয়েছিল প্রশ্নপত্র

Last Updated:

গতকালই সিবিএসই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল ১২ জনকে ৷ তাঁদের জেরা করে আজ নতুন করে উঠে এল চমকপ্রদ তথ্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গতকালই সিবিএসই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল ১২ জনকে ৷ তাঁদের জেরা করে আজ নতুন করে উঠে এল চমকপ্রদ তথ্য ৷ জানা গেল, নির্ধারিত সময়ের প্রায় আধ ঘণ্টা আগে খোলা হয়েছিল প্রশ্নপত্র ৷ এরপরই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ফাঁস করে দিয়েছিল অভিযুক্তরা ৷ সিবিএসই প্রশ্নপত্র খোলার সময় সকাল পৌনে দশটায় ৷ কিন্তু প্রশ্নপত্র খোলা হয় ৯ টা ২০ নাগাদ ৷
advertisement

আরও পড়ুন: সেনা-জঙ্গি গুলির লড়াই, সোপিয়ানে খতম ৭ জঙ্গি

অন্যদিকে, আজই প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে রাজধানী থেকে গ্রেফতার হয়েছে আরও তিনজন ৷ এর মধ্যে দুই শিক্ষক ও একজন কোচিং সেন্টারের মালিক ৷ দিল্লি পুলিশ সূত্রে খবর, ঋষভ ও রোহিত নামের ওই দুই শিক্ষক দিল্লির একটি বেসরকারি স্কুলে কর্মরত ৷ সময়ের আগে প্রশ্নপত্র খুলে তা হোয়াটসঅ্যাপে কোচিং সেন্টারের মালিককে পাঠিয়েছিলেন তাঁরাই ৷ কোচিং সেন্টারের মালিক সেই প্রশ্নের উত্তর লিখে তা ছাত্রদের মধ্যে বিতরণ করেছিলেন ৷ প্রশ্ন পত্র পাওয়ার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে দিতে হয়েছিল দুই হাজার থেকে আড়াই হাজার টাকা ৷

advertisement

আরও পড়ুন: গাড়ির ধাক্কায় ভাঙল বাড়ি, ইন্দোরে নিহত ১০, আটকে বহু

গতকালই প্রশ্ন ফাঁসের অন্যতম চক্রী সন্দেহে ঝাড়খণ্ডের ছাতরা জেলার এবিভিপি নেতা সতীশ পাণ্ডে ও তাঁর সঙ্গী পঙ্কজ কুমার সিংহকে গ্রেফতার করেছিল পুলিশ। হেফাজতে নেওয়া হয়েছে ছাতরার ৪ পড়ুয়াকেও। ধৃতদের মধ্যে কয়েকজন ছাত্র এবং একটি বেসরকারি কোচিং সেন্টারের দুই ডিরেক্টরও আছেন বলে জানিয়েছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
সিবিএসই কাণ্ডে নয়া তথ্য, আধ ঘণ্টা আগে খোলা হয়েছিল প্রশ্নপত্র