TRENDING:

ফের কমল পেট্রোল-ডিজেলের দাম, এই নিয়ে টানা ১০ দিন

Last Updated:

শুক্রবার ফের কমল পেট্রোল ডিজেলর দাম ৷ এই নিয়ে টানা ১০দিন কমল পেট্রোল ডিজেলের দাম ৷ এদিন ২১ থেকে ২২ পয়সা প্রতি লিটারে দাম কমল পেট্রোলের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুক্রবার ফের কমল পেট্রোল ডিজেলর দাম ৷ এই নিয়ে টানা ১০দিন কমল পেট্রোল ডিজেলের দাম ৷ এদিন ২১ থেকে ২২ পয়সা প্রতি লিটারে দাম কমল পেট্রোলের ৷ ডিজেলে কমল ১৫ থেকে ১৬ পয়সা প্রতি লিটারে ৷ এর জেরে কলকাতায় শুক্রবার পেট্রোলের দাম কমে হয়েছে ৮০.০৭ টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম ৭১.১৩ টাকা ৷
advertisement

আরও পড়ুন: এবার আধার কার্ড এনে দিচ্ছে নতুন সুবিধা !

কর্ণাটক নির্বাচনের লাগাতার ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছিল ৷ পেট্রোপণ্যের মূল্য সামান্যতম হ্রাসের ফলে কিছুটা হলেও নিশ্চিন্তে সাধারণ মানুষ ৷

আরও পড়ুন: সাপ চিবিয়ে খায় ৭ বছরের ছেলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

advertisement

তারই মাঝে পেট্রোল-ডিজেলের পাশাপাশি দাম বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারেরও। এর জেরে মাথায় হাত মধ্যবিত্তের ৷ তেলের দাম কমলেও তা এত সামান্য মাত্রায় যে তাতে লাভ হয়েছে খুব সামান্যই ৷ এর জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ ৷

আরও পড়ুন: প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট, ৯৯.২% পেয়ে প্রথম জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

জ্বালানির দামের আঁচে পুড়ছে দেশ। এই ইস্যুকে হাতিয়ার করেই মোদি বিরোধী লড়াইয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল। লোকসভা ভোটের কাউন্টডাউন তুঙ্গে। তেলের দাম কমানোর আশা দেখাতে ব্যর্থ কেন্দ্র। এই অবস্থায় তৃণমূলের কৌশলে চাপ বাড়ছে গেরুয়া শিবিরে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফের কমল পেট্রোল-ডিজেলের দাম, এই নিয়ে টানা ১০ দিন