আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার আরও এক স্বঘোষিত বাবা
পাহাড় প্রমাণ সার্জেই ফুলেফেঁপে উঠছে ব্যবসা। এত সহজে তা ছাড়া যায় নাকি? রাজ্য সরকার চাইলেও কাজের দিনে সকাল ৮ থেকে রাত ৮ টাকা পর্যন্ত সার্জ বন্ধ করতে রাজি নয় ওলা-উবর। রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দিল দুই সংস্থা। দেওয়া হল বিকল্প প্রস্তাব। তবে রাজ্যের দাবি মেনে বেস ফেয়ার কমাতে রাজি হয়েছিল ক্যাব সংস্থা।
advertisement
আরও পড়ুন: উত্তরপ্রদেশে জেলের মধ্যে গ্যাংস্টার মুন্না বজরঙ্গীকে গুলি করে খুন
ক্যাব সংস্থার তরফে জানানো হয় অফিস টাইমে সার্জ তোলা সম্ভব নয় ৷
তবে মাসে নিদির্ষ্ট যাত্রীর থেকেই সার্জ নেওয়া হবে ৷ মাসে সর্বাধিক ২৫ শতাংশ যাত্রীর থেকে সার্জচার্জ ৷
আরও পড়ুন: ‘আমি চলে গেলে তোমরা আরও ভাল উপাচার্য পাবে’, যাদবপুরে গিয়ে আবেগপ্রবণ উপাচার্য
বেস চার্জের ক্ষেত্রে অবশ্য রাজ্যের প্রস্তাব মানতে রাজি বলে জানিয়েছিল ক্যাব সংস্থা। এসি ট্যাক্সির হারে বেস চার্জ নেবে অ্যাপ ক্যাব ৷ এসি ট্যাক্সির বেস চার্জ জিএসটি সহ প্রায় ৪০ টাকা ৷ অ্যাপ ক্যাবের ক্ষেত্রে তা এখন প্রায় ৪৮ টাকা ৷ তবে আজও রাজ্যের নির্দেশ মানেনি ক্যাব সংস্থাগুলি ৷