TRENDING:

World's Most Tattooed Man: চোখ, মাড়ি, এমনকি পুরুষাঙ্গেও ট্যাটু! দেখুন সবচেয়ে বেশি ট্যাটুর গিনেস রেকর্ড জয়ীকে

Last Updated:

Tattoo: শুধু চামড়া নয়, তাঁর চোখের পাতা, মাড়ি, কানের গহ্বর, এমনকি তাঁর পুরুষাঙ্গও কালিতে ঢাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
World's Most Tattooed Man Guinness World Record: জীবনে ১০০০ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করে, ষোল বছর ধরে সবচেয়ে বেশি ট্যাটু করা মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন গ্রেগরি পল ম্যাকলারেন! লাকি ডায়মন্ড রিচ নামেই সর্বাধিক পরিচিত তিনি৷ রেকর্ড অনুযায়ী, ডায়মন্ড রিচের পুরো শরীরের ২০০ শতাংশ ট্যাটুতে ঢাকা! মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত দুইবার শরীরে কালি দেওয়ার পর এমনটা সম্ভব হয়েছে। শুধু তাঁর চামড়া নয়, তাঁর চোখের পাতা, মাড়ি, কানের গহ্বর, এমনকি তাঁর পুরুষাঙ্গও কালিতে ঢাকা।
 Most Tattooed Man Lucky Diamond Rich
Most Tattooed Man Lucky Diamond Rich
advertisement

আরও পড়ুন- ভারতেই রয়েছে এমন সমুদ্র সৈকত যেখানে উপভোগ করতে পারবেন নগ্নতা! রইল সন্ধান

লাকি ডায়মন্ড রিচের জন্ম নিউজিল্যান্ডে। সার্কাসের সঙ্গে জড়িত নানা কার্যকলাপ, যেমন জাগলিং, তলোয়ার গিলে ফেলা, ইউনিসাইকেল চালানো ইত্যাদিতে আগ্রহী হয়ে ওঠেন ডায়মন্ড রিচ। ১৬ বছর বয়সে তিনি সার্কাসে যোগ দিয়েছিলেন। এবং এই ১৬ বছর বয়সেই প্রথমবার শরীরে ট্যাটু করান তিনি। নিজের প্রথম ট্যাটু সম্পর্কে কথা বলতে গিয়ে রিচ জানান, তিনি প্রথম ট্যাটুটি করেছিলেন নিজের নিতম্বে। তাঁর মা যাতে ট্যাটু দেখতে না পান, সেই জন্যই এমনটা করতে হয় তাঁকে।

advertisement

দেখুন ডায়মন্ড রিচের ভিডিও:

৫১ বছর বয়সী ডায়মন্ড রিচ শুধুমাত্র নিজের শরীরে ট্যাটুই করাননি, বেশি কিছু জিনিস পরিবর্তনও করেছেন। রূপো দিয়ে দাঁত প্রতিস্থাপন করেছেন এবং তাঁর কানের লতিতে বিশাল লম্বা করিয়ে ফুটো করিয়েছেন। এছাড়াও সারা জীবন ধরে দেহে বিভিন্ন ছিদ্র করিয়েছেন লাকি।

advertisement

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একটি সাক্ষাত্কারে নিজের এই নামের ব্যাখ্যা করে রিচ বলেন, “আমি মনে করি আমি স্বভাবগতভাবেই ভাগ্যবান; আমি জাগলিং করতে পারতাম, আমি তলোয়ার গিলে ফেলতে পারতাম, দশ ফুট ইউনিসাইকেল চালাতে পারতাম। ডায়মন্ড নাম হল কারণ আমার বন্ধুরা আমাকে রুক্ষ হিরে বলে ডাকে এবং রিচ কারণ আমি উৎসাহে সমৃদ্ধ।”

আরও পড়ুন- পটল তোলা মানে মৃত্যু কেন? প্রবাদে মারা যাওয়ার সঙ্গে কী সম্পর্ক এই ছাপোষা সবজির!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নিজের এই চেহারার জন্য কখনও কখনও নেতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছেন রিচ। “এটা আবহাওয়ার মতো। আপনি এর ভবিষ্যদ্বাণী করতে পারবেন না; আপনি এটি নিয়ন্ত্রণও করতে পারবেন না। কেবল এর মোকাবিলা করতে হবে,” বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে বলেন ডায়মন্ড রিচ। “আমি অন্য কারও থেকে আলাদা নই। আমি শুধু বেশি ট্যাটু করিয়েছি। আমারও রক্ত মাংসেরই দেহ,” বলেছেন গিনেস জয়ী এই মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
World's Most Tattooed Man: চোখ, মাড়ি, এমনকি পুরুষাঙ্গেও ট্যাটু! দেখুন সবচেয়ে বেশি ট্যাটুর গিনেস রেকর্ড জয়ীকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল