Nude Sea Beaches in India: ভারতেই রয়েছে এমন সমুদ্র সৈকত যেখানে উপভোগ করতে পারবেন নগ্নতা! রইল সন্ধান
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Offbeat Sea Beaches: কেরল, ঈশ্বরের নিজের দেশেও রয়েছে এমনই বিচ যেখানে মানুষ নগ্ন হয়ে ঘোরেন।
ভারতীয় আইনে সর্বজনীন স্থানে নগ্নতার অনুমতি নেই ঠিকই কিন্তু এই দেশ জুড়েই এমন কিছু নির্জন স্থান রয়েছে যেখানে কেউই লজ্জা না পেয়ে বা কোনও বিধি নিষেধ ছাড়াই পোশাকহীন হয়ে ঘুরতে পারেন! নগ্ন সৈকত দেখার ইচ্ছে হলে আর বিদেশে পাড়ি দিতে হবে না। বাড়ির কাছাকাছিই এমন বেশ কিছু সৈকত রয়েছে যেখানে গোপনীয়তা এবং বিচ্ছিন্নতার স্বাদ পেতে পারেন আপনি। নগ্ন হয়ে স্নান করতে পারেন, ঘণ্টার পর ঘণ্টা শুয়ে থাকতে পারেন বালিতে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ওজরান বিচ, গোয়া গোয়া বরাবরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র। গোয়ার সমুদ্র সৈকতে সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান। তবুও, বেশিরভাগ মানুষই এই সৈকত সম্পর্কে জানেন না। এই নির্জন সৈকতে সহজে পৌঁছানো যায় না। হিপি এবং বিদেশিরা এই জায়গাটিকে নির্জনতার জন্যই বেছে নেন এবং নিজেদের ইচ্ছামতো সময় কাটান। ভিড় থেকে দূরে গোয়ার আমেজ উপভোগ করার জায়গা এটি। এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ। পর্যটকদের নগ্ন হয়ে যাওয়াও বাধ্যতামূলক নয়।