TRENDING:

এমন দৃশ্য কেউ কখনও দেখেনি...! মহাকাশে বিয়ে ধন্য ধন্য করেছে গোটা দুনিয়া, বর-কনে কারা?

Last Updated:

২০০৩ সালের ১০ অগাস্ট রুশ মহাকাশচারী ইউরি ম্যালেনচেঙ্কো মহাকাশ থেকে এমন এক বিয়ে করেন যা গোটা বিশ্ব দেখছিল। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ইউরি ও একাতেরিনা দিমিত্রিভের বিয়ে ছিল বিশ্বের প্রথম 'মহাকাশ বিয়ে'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

ইউরি তাঁর স্পেস স্যুটের সঙ্গে পরেছিলেন একটি বো-টাই। হিউস্টনে ঐতিহ্যবাহী হাতির দাঁতের তৈরি বিয়ের পোশাক পরে তাঁর কনে একাতেরিনা সকলের মন জয় করেছিলেন। নাসার কন্ট্রোল রুম থেকে স্যাটেলাইটের মাধ্যমে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। খবর অনুযায়ী, একাতেরিনা তখন নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, ‘ইউরি হয়তো মহাকাশে ছিলেন, কিন্তু আমাদের মধ্যে কথোপকথন আমাদের আরও কাছে এনেছে।’

advertisement

আরও পড়ুন : মিছিলে গিয়ে পুলিশের মারের অভিযোগ, হাসপাতালে ভর্তি আরজি করের নির্যাতিতার মা! দেখতে গেলেন শুভেন্দু

সেরা ভিডিও

আরও দেখুন
শহরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করতে পৌরসভার দারুণ উদ্যোগ, শুরু হয়েছে মহা কর্মযজ্ঞ
আরও দেখুন

২০১৯ সালে বিজনেস ইনসাইডারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ইউরি এবং একাতেরিনা এর আগে ২০০ জন অতিথিকে নিয়ে সাধারণ বিয়েই করতে চেয়েছিলেন। কিন্তু ইউরির মিশনের জন্য এই বিয়ের সিদ্ধান্ত। একাতেরিনা ইউরির একটি কাটআউট দিয়ে পোজ দিয়েছিলেন। আর একাতেরিনা ভিডিও টেপে ইউরিকে ফ্লাইং কিস দেন। দুজনেই অনেক আগে থেকে সম্পর্কে ছিলেন। ইউরি মহাকাশ প্রশিক্ষণের জন্য রাশিয়ায় থাকতেন, আর একাতেরিনা আমেরিকায়। দুজনেই ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন, কিন্তু যখন তারা মহাকাশে বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখন পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। রাশিয়া ইউরিকে এর অনুমতি দিয়েছিল কিন্তু পরে স্পষ্ট করে দিয়েছিল যে অন্য কোনও মহাকাশচারী এভাবে বিয়ে করতে পারবেন না। বিয়ের কয়েক মাস পর ২০০৩ সালের অক্টোবরে ইউরি পৃথিবীতে ফিরে আসেন এবং তার কনেকে জড়িয়ে ধরেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এমন দৃশ্য কেউ কখনও দেখেনি...! মহাকাশে বিয়ে ধন্য ধন্য করেছে গোটা দুনিয়া, বর-কনে কারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল