ভাইরাল হওয়া ভিডিওটিতে ট্রেনের কামরায় খেলা করতে দেখা গেল ১ মহিলাকে। বৃদ্ধ বয়সের এই মহিলার আচরণ দেখে হাশির ফোয়ারা উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের আজব কারনামা দেখে মজা পাচ্ছেন ট্রেনের অন্যান্য যাত্রীরাও।
আরও পড়ুন: রাগের চোটে ইঁদুরকে থাবা, ভয় না পেয়ে বিড়ালের দিকে তেড়ে গেল ইঁদুর, মজার ভিডিও দেখে হতবাক নেটিজেনরা
advertisement
মোটিভেশনাল প্রশিক্ষক জুহি রাই কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন যাতে তাকে এবং একজন মধ্যবয়সী মহিলাকে (লোকাল ট্রেনে শাড়ি পরা বৃদ্ধ মহিলা) ট্রেনে দোল খেতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: বাঘ আর বাঁদরের বন্ধুত্ব! ২ পশুর খুনসুটির এই ভিডিও সাড়া ফেলেছে নেট দুনিয়ায়
ভিডিওটি শেয়ার করে জুহি লিখেছেন, ' কখনই কোনও মানুষকে তার পোশাক বা চেহারা দিয়ে বিচার করা উচিৎ নয়। আমার কাল এমন কিছু মানুষের সঙ্গে দেখা হল যারা ট্রেনের কামরায় খেলছে, মজা করছে। যেন মনে হল জীবন খুঁজে পেলাম।'
সাধারণত কোনও সিঁদুর পরা মহিলা দেখলেই আমাদের মনে একটা চিরাচরিত ধারণা জন্মায়। কিন্তু এই চিরাচরিত ভাবধারাকে ভেঙেই নতুন ভাবে ভাবতে শিখিয়েছেন এই মহিলা।